skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollলাল পাঞ্জাবি আর সানগ্লাসে তাপসীর মান ভাঙাতে উদ্দাম নাচ শাহরুখের

লাল পাঞ্জাবি আর সানগ্লাসে তাপসীর মান ভাঙাতে উদ্দাম নাচ শাহরুখের

চলতি বছরে একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ খান

Follow Us :

কলকাতা: চলতি বছরে একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সকলেই মুগ্ধ পাঠান থেকে জওয়ান দেখে। বছর শেষেও জারি থাকবে সেই ধারা। ডাঙ্কি আসছে বলে কথা! একের পর এক পোস্টারেই সকলে চমকে উঠেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ডাঙ্কির প্রথম গান ‘লুট পুট গ্যায়া’। যেখানে তাপসী পান্নু মনু (Taapsee Pannu) এবং শাহরুখ খানকে হার্ডি রূপে দেখা যাচ্ছে। লাল পাঞ্জাবী চোখে সানগ্লাস তাপসীর মান ভাঙাতে উদ্যম নাচ কিং খানের। গানটিতে বেশকিছু আকর্ষণীয় দৃশ্য এবং নাচের স্টেপও রয়েছে।

পর্দায় শাহরুখ খান, কণ্ঠে অরিজিৎ সিংহ। দুর্দান্ত এই কম্বিনেশনের ফ্যান সকল অনুরাগী। প্রীতমের সঙ্গীত পরিচালনায় ‘লুট পুট গ্যায়া’ এই গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিংহ। গানটি মূলত কিং খান ও তাপসী পন্নুর ওপর তৈরি। এই গানটি মূলত পর্দার হার্ডির জীবনের সেই অধ্যায়ের কাহিনি তুলে ধরবে যখন সে মনুর প্রেমে পড়ে। গানেই স্পষ্ট তাঁরা একে অপরের জন্য গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত।

আরও পড়ুনঃ দশম দিনে বক্স অফিসে কত আয় করল সলমনের ‘টাইগার ৩’?

‘ডাঙ্কি’ মূলত চার বন্ধুর আবেগঘন একটি গল্প যাঁরা বিদেশ যেতে চায়। নিজেদের স্বপ্ন সত্যি করতে গিয়ে তাঁদের যে রোমাঞ্চকর সফরের মধ্যে দিয়ে যেতে হবে সেই গল্পই বলবে এই ছবি। বাস্তব জীবন থেকে গল্প নিয়ে তৈরি হওয়ার এই ছবি একইসঙ্গে প্রেম ও বন্ধুত্বের গল্প বলবে, যেখানে মন জুড়বে, মন ভাঙবে, রাগ হবে, মিলনও হবে। এই শাহরুখ খান, তাপসী পান্নু, বোমান ইরানি এবং ভিকি কৌশল প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। রাজকুমার হিরানি পরিচালিত, জিও স্টুডিও, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস প্রযোজিতত, ছবিটি ২১ ডিসেম্বর, ২০২৩-এ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে, শাহরুখ খানের ৫৮ তম জন্মদিনে, ডানকি ড্রপ ১ টিজার মুক্তি পায়।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular