skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeCurrent News'গ্রে ম্যান' এর শুটিং শেষ করলেন ধনুশ

‘গ্রে ম্যান’ এর শুটিং শেষ করলেন ধনুশ

Follow Us :

সারা ভারতে খ্যাতির পর দক্ষিণী তারকা ধনুশ তথা দক্ষিণী ফিল্মের সুপারহিরো রজনীকান্তের জামাই এখন হলিউডে পা রেখেছেন। রুশো ব্রাদার্সের স্পাই ফিল্ম ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে তাকে দেখা যাবে জুলিয়া বাটার্স, ক্রিস ইভানস, রায়ান গসলিং এর মত হলিউড সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে।সম্প্রতি ছবির শুটিং শেষ হয়েছে। সে খবর জানিয়েছেন ছবির দুই পরিচালক অ্যান্থনি এবং জো রুশো। তারা একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,’last day of shooting, the Gray man in the states….’ । ছবিটির জন্য ধনুশ মার্কিন মুলুকে রয়েছেন চার মাস। একশন দৃশ্যের জন্য ট্রেনিং নিয়েছেন। অন্য দিকে ২১ জুন, হিন্দি সিনেমা জগতে তাঁর অন্যতম সফল ছবি ‘রাঁঝনা’ মুক্তির আট বছর পূর্ণ হবে। তাঁর অনুরাগীরা এই উপলক্ষে বেশ উচ্ছ্বসিত এবং বেশ কিছু পুরনো ছবি এবং ভিডিও সম্প্রতি শেয়ার কোরেছে।  ‘রাঁঝনা’র পরিচালক আনন্দ এল রাইয়ের এরকমই একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।ফুটেজটি মূলত ২০১৯ সালের একটি ইউটিউব ভিডিওর , যেখানে পরিচালক অতিথি হিসাবে যোগদান করেছিলেন এবং সাক্ষাৎকারে তিনি ধনুশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করছেন।, যেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে যে কী ভাবে তিনি এমন একজন অভিনেতার সন্ধান করেছিলেন । ওই ভিডিওতে তিনি বলেন, যখন ধনুশের সঙ্গে তাঁর প্রথম দেখা হয় এবং তাঁর কাছে ছবির স্ক্রিপ্টটি বর্ণনা করেছিলেন, তখন ধনুষকে তাঁর পছন্দ হয়েছিল। কিন্তু ধনুষের একমাত্র সমস্যা ছিল তিনি হিন্দি ভাষা জানেন না। যদিও রাই তাঁকে আশ্বস্ত করেছিলেন যে ভাষা কোনও বাধা নয় এবং তিনি এই বিষয়টির সমাধান করবেন ।রাই ধানুশের লড়াকু মনোভাবেরও প্রশংসা করে থাকেন। তিনিও দীর্ঘ দিন ধনুষের সঙ্গে ছোট ভাইয়ের মতোই সম্পর্ক বজায় রেখেছেন। উল্লেখ্য, ‘রাঁঝনা’ একসময় বক্স অফিসে হিট হয় এবং ধনুষের বিপরীতে সোনম কাপুর আহুজা অভিনয় করেন। এছাড়াও এই ছবিতে অভয় দেওল , স্বরা ভাস্কর এবং জিশান আইয়ুবও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।অন্য দিকে, আনন্দ এল রাইয়ের সঙ্গে আবার ধনুষকে কাজ করতে দেখা যাবে আসন্ন ‘অতরঙ্গিরে’ ছবিতে। ছবিতে থাকবে বিশেষ চমক। অক্ষয় কুমারের খুব ছোট চরিত্র হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি। এছাড়াও ধনুষের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে । ছবিটি মুক্তি পাবে আগামী ৬ অগস্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular