skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollদেওয়াল লিখন মোছার অভিযোগ, বিডিও অফিসে দাদাগিরি বিজেপির সৌমিত্র-র
Saumitra Khan

দেওয়াল লিখন মোছার অভিযোগ, বিডিও অফিসে দাদাগিরি বিজেপির সৌমিত্র-র

Follow Us :

বাঁকুড়া: দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ নিয়ে ছুটির দিনে বিডিও অফিসে গিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর দাদাগিরি। বিডিওর সঙ্গে তর্কে জড়ালেন বিজেপি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

অভিযোগ, বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলেছে তৃণমূল। থানায় অভিযোগ জানানো হলেও গ্রেফতার হয়নি দোষীরা। প্রতিবাদ জানিয়ে শুক্রবার ছুটির দিনে সটান বিডিও অফিসে হাজির হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র। বিডিও অফিসে গিয়ে রীতিমতো নাটক প্রদর্শন করেলন তিনি।

ছুটির দিনে অফিস বন্ধ। সেখানে দাঁড়িয়ে অফিস বন্ধ কেন থাকবে এমন নানান কথা বলতে থাকেন তিনি। বিজেপি প্রার্থীর চিৎকারে খবর পেয়ে অফিসে ছুটে আসেন বিডিও। বিডিওর সামনে রীতিমতো রণংদেহী মূর্তিতে দেখা গেল সৌমিত্রকে। বিডিও ও এক অফিস কর্মীর সঙ্গে তুমুল বাকবিতণ্ডাতেও জড়াতে দেখা গেল তাঁকে। বিডিওকে তৃণমূলের দালাল বলে সম্বোধন করেন সৌমিত্র। যদিও বিডিও সাংসদকে আজ অফিস ছুটি আছে কি অভিযোগ তা লিখিত আকারে দিতে বললেও কথায় কান দেননি সৌমিত্র।

আরও পড়ুন: সন্দেশখালি নয়, ন্যাজাটে সভা করার অনুমতি শুভেন্দুকে

এই ঘটনায় তৃমমূলের কটাক্ষ, সৌমিত্র হারবে তার লক্ষণ এটায়। ওনার সঙ্গে লোকজন নেই। তাই নাটক করা ছাড়া ওনার কাজ কী। সাংসদ তহবিলের টাকার জয়পুরের মানুষ চায়, সেটা আগে দিন।

দেখুন আরও অন্যান্য খবর: 

 

RELATED ARTICLES

Most Popular