skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeScrollতিন মাসের জন্য বন্ধ হচ্ছে গোরুমারা জাতীয় উদ্যান  
Gorumara National Park

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে গোরুমারা জাতীয় উদ্যান  

১৬ জুন থেকে টানা তিন মাস বন্ধ থাকবে সমস্ত জঙ্গলের দরজা

Follow Us :

জলপাইগুড়ি: প্রতি বছরের মতো এবারও বন্ধ হতে চলেছে গোরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park), চাপরামারি অভয়ারণ্য এবং ন্যাওড়াভ্যালি জাতীয় উদ্যান। ১৬ জুন থেকে টানা তিন মাস বন্ধ থাকবে সমস্ত জঙ্গলের দরজা। স্বাভাবিকভাবেই পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল সাফারি। ইতিমধ্যেই বিভিন্ন দফতরে নির্দেশিকার আকারে জানিয়েছে গোরুমারা বন্যপ্রাণ বিভাগ।

প্রতিবছরই বর্ষার সময় বন্ধ রাখা হয় রাজ্য এবং দেশের সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। কারণ, বর্ষাকালে অঙ্কুরোদগম, বন্যপ্রাণের মিলন ও বংশবৃদ্ধি হয়। এই সময় জঙ্গল ও বন্যপ্রাণের শান্তি যাতে বিঘ্নিত তাই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবারও জঙ্গল বন্ধের জন্য গোরুমারা বন্যপ্রাণ বিভাগ এই নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন: সরকারি অনুদান আজও পাননি লক্ষাধিক মৎস্যজীবী

এ নিয়ে গোরুমারা বন্যপ্রাণ বিভাগ ডিএফও (DFO) দ্বিজপ্রতিম সেন জানান, বর্ষাকালে বন্যপ্রাণের বংশবৃদ্ধির একটা সময়। তাই প্রতিবারের মতো তিনমাসের জন্য জঙ্গল বন্ধ করা হল। জঙ্গল খুলবে আগামী ১৫ সেপ্টেম্বর।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular