skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollঅমিত মিত্রকে ফোন ব্রিটানিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের
Britannia Company

অমিত মিত্রকে ফোন ব্রিটানিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের

কলকাতায় ব্রিটানিয়া কোম্পানির ভবিষ্যৎ কী? সাংবাদিক বৈঠকে জানালেন অমিত মিত্র

Follow Us :

কলকাতা: ব্রিটানিয়া কোম্পানি (Britannia Company) এ রাজ্য থেকে অন্যত্র সরে যাচ্ছে না। আর কোম্পানি বন্ধ হচ্ছে না। ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বরুণ বেরি মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্রকে ফোন করে একথা জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে অমিত মিত্র (Amit Mitra) বলেন ,বরুন বেরি সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ,ভারতবর্ষের মধ্যে এ রাজ্য ব্রিটেনিয়ার সবচেয়ে বড় বাজার।  শুধু তাই নয় মিস্টার বেরি বলেছেন পশ্চিমবঙ্গের সঙ্গে ব্রিটিনিয়া কোম্পানি অতপ্রতভাবে জড়িত। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই ব্রিটানিয়া কোম্পানির ফুল টিম পশ্চিমবঙ্গে এসে সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তিনি।

অমিত মিত্র বলেন, বাংলায় ব্রিটানিয়া কোম্পানি ১০০০ থেকে ১২০০ কোটি টাকা প্রোডাকশন করে। ভারতের মধ্যে সবথেকে রাজ্যে বড় মার্কেট। ব্রিটানিয়া কোম্পানির ভারতের মধ্যে রেজিস্টার অফিস এই পশ্চিমবাংলাতেই রয়েছে। শেয়ার হোল্ডারদের বৈঠকও এই বাংলাতেই হয়। তবে তারতলার কারখানা কেন বন্ধ হল, সেই কারখানার ভবিষ্যৎ কী, তা নিয়ে কোনও উত্তর দেননি অমিত মিত্র।

আরও পড়ুন: সরকারি জমি দখলদারি রুখতে ছয় দফা নির্দেশিকা জারি

অমিত মিত্র জানান, সংস্থার শেয়ার হোল্ডারদের মিটিং, যা এতদিন ধরে কলকাতায় হয়, সেটাও কলকাতাতেই হবে।ব্রিটানিয়া কোম্পানি মুম্বাই ও চেন্নাই প্লান্ট এর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ১৯৪৭ সালে তারাতলা এই কোম্পানিটি গড়ে উঠেছিল। আগে ব্রিটানিয়া কোম্পানির কর্ণধাররা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছিল আলোচনায় বসার জন্য, কবিডের জন্য তা সম্ভব হয়নি। তাই ব্রিটানিয়া কোম্পানির আরো গুণগত মান বাড়ানোর জন্য ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের সঙ্গে আবার বসতে চলেছে বলে জানিয়েছেন অমিত মিত্র।

অন্য খবর দেখুন 

YouTube player

 

RELATED ARTICLES

Most Popular