skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsহীরের খোঁজে বনি,সোহম

হীরের খোঁজে বনি,সোহম

Follow Us :

অ্যাডভেঞ্চার ছবিতে সিদ্ধহস্ত পরিচালক সায়ন্তন ঘোষাল। শুরু করেছেন তাঁর আগামী ছবির শ্যুটিং। উত্তর বঙ্গের জঙ্গলে এই মুহূর্তে চলছে শ্যুটিংয়ের কাজ। ছবির নাম ‘হীরক গড়ের হিরে’। নাম শুনলেই আন্দাজ পাওয়া যায় আর এক রহস্য রোমাঞ্চে ভরা ছবি উপহার দিতে চলেছে পরিচালক। ভরা বর্ষায় উত্তর বঙ্গের শ্যুটিংয়ের মাঝেই জানালেন ,এই মুহূর্তে তুমুল বৃষ্টি চলছে, তার মাঝেই হচ্ছে শ্যুটিং। পরিচালক আরো জানালেন, মাল্টিস্টারার এই ছবিতে দেখা যাবে সোহম চক্রবর্তী, বনি, কৌশানী, আয়ুষী, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ প্রমুখ।

আরও পড়ুন:পরিচালকের অপ্রকাশিত কবিতা আসছে পুজোয়।


এর আগে সায়ন্তন ঘোষাল বেশকিছু বক্স অফিস হিট দিয়েছেন তার মধ্যে রয়েছে ‘যখের ধন’, ‘সাগরদীপের যখের ধন’, ‘আলিনগরের গোলক ধাঁধা’ ইত্যাদি।

 


এই ধারাবাহিকতা বজায় রেখেই তিনি আর একটি অ্যাডভেঞ্চার ছবি করছেন ‘হীরক গড়ের হিরে’। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হল সোমবার। ছবির মুক্তির তারিখ নিয়ে এখনই কিছু জানা গেলনা। তবে সায়ন্তনের সব ছবির মতই এই ছবিতেও ভিএফএক্স এর বহুল ব্যবহার থাকতে চলেছে। হীরে নিয়ে গল্প যখন, চিত্রনাট্য বেশ টানটান হতে চলেছে তা বলাই বাহুল্য। আপাতত দর্শকদের জন্য রইল ছবির পোস্টার।

আরও পড়ুন:প্রথম প্রেমের কথা জানালেন মিমি

RELATED ARTICLES

Most Popular