skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeলাইফস্টাইলসিরিঞ্জ তুলে নিয়েছে কেন্দ্র, টিকাকরণে সংকটের আশঙ্কা করছে কলকাতা পুরসভা

সিরিঞ্জ তুলে নিয়েছে কেন্দ্র, টিকাকরণে সংকটের আশঙ্কা করছে কলকাতা পুরসভা

Follow Us :

কলকাতা: ভ্যাকসিন রয়েছে। কিন্তু, সিরিঞ্জের সংকট তৈরি হয়েছে কলকাতায়। তাই ভ্যাকসিন থাকলেও করোনা ভ্যাকসিন প্রদানে সমস্যার আশঙ্কা রয়েছে৷  এই আশঙ্কা দূর করতে এক লক্ষ সিরিঞ্জের আর্ডার দিয়েছে কলকাতা পুরসভা৷ সোমবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম এমনচাই জানিয়েছেন৷ সিরিঞ্জ অপ্রতুলের কারণও তিনি জানিয়েছেন৷ পাশাপাশি, পুজোর আগে বহু মানুষের গা’ছাড়া মনোভাবের কারণে করোনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন৷ ফিরহাদ বলেন, বহু মানুষ মাস্ক ছাড়ায় রাস্তা-ঘাটে বেরচ্ছেন৷ পুজোর কেনাকাটা করছেন৷

সিরিঞ্জের বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সিরিঞ্জের আকাল দেখা দিয়েছে৷ কারণ, স্থানীয় যারা সিরিঞ্জ তৈরি করেন তাঁদের থেকে কেন্দ্র সরকার সিরিঞ্জ তুলে নিয়েছে৷ এরফলে, চাহিদা থাকলেও আমরা পাচ্ছি না৷ তাই, প্রয়োজনে ২৪ ঘণ্টা কাজ করে সিরিঞ্জ তৈরির কথা বলা হয়েছে৷ কলকাতার মানুষের জন্য এক লক্ষ সিরিঞ্জের অর্ডার দিয়েছি৷

আরও পড়ুন-সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক

সিরিঞ্জ ছাড়াও চাহিদা অনুযায়ী ভ্যাকসিন না মেলার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যের ভোটকে সামনে রেখে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে শুনেছি৷ ভ্যাকসিন স্ডক করা হচ্ছে বলেও অভিযোগ ফিরহাদের৷ সোমবার যে পরিমান ভ্যাকসিন কেন্দ্রের তরফে কলকাতা পুরসভা পেয়েছে তা, মঙ্গলবার পর্যন্ত দেওয়া যাবে বলে তিনি জানান৷ কিন্ত, নতুন করে ভ্যাকসিন না পাওয়া গেলে ফের বুধবার থেকে শহরে টিকাকরণ বন্ধ করে দিতে হবে৷ অথচ, এ দিকে কলকাতা শহরে লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের কোভিশিল্ড ভ্যাকসিনের অপেক্ষায় আছেন বলে ফিরহাদ জানিয়েছেন৷

RELATED ARTICLES

Most Popular