skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsআউশগ্রামে পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

আউশগ্রামে পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

Follow Us :

আউশগ্রাম: পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। ধৃতের নাম আয়ুব খান। ধৃতের বয়স ২৬ বছর। তাঁর বাড়ি ভাতকুন্ডা গ্রামে। সে ওই এলাকার তৃণমূল কংগ্রেস সংগঠনের অন্যতম একজন।

সোমবার রাতে বাড়ি থেকে তাঁকে ধরা হয়েছে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে আউশগ্রাম পুলিশ।

আরও পড়ুন – বৃষ্টি মাথায় ভবানীপুর উপনির্বাচনের প্রচার ফিরহাদের

গতসপ্তাহে তৃণমূল পরিচালিত বুদবুদের দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীর ছেলে চঞ্চল বক্সীকে জঙ্গলে গুলি করে খুন করে পালায় দুষ্কৃতীরা।  ঘটনার পাঁচ দিনের মাথায় তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য তিন তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করেন।তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আয়ুবের জড়িত থাকার কথা জানতে পারে। তারপরই সোমবার গ্রেফতার হয় আয়ুবকে।

দিন কয়েক আগে দেবশালায় চঞ্চলের পরিবারের সাথে কথা বলতে এসে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছিলেন, পনেরো দিনের মধ্যে দুষ্কৃতীরা ধরা না পড়লে ভয়ঙ্কর খেলা হবে।   হুমকিও দিয়েছিলেন, যে দলের কোনো কর্মী নৃশংসতার এই ঘটনায় জড়িত থাকলে গুলি করে মেরে দেওয়া হবে।

আরও পড়ুন- মা’কে খুন করে ২ বছর বাড়ির বারান্দায় পুঁতে রাখল ছেলে, গ্রেফতার অভিযুক্ত

তারপরেই একের পর এক তৃণমূল নেতা কর্মীকে আটক করায় স্বাভাবিক ভাবেই সুর সপ্তমে চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। এদিন আরও এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর বিজেপি নেতা শ্যামল রায় অভিযোগ করেন, পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের চক্রান্তের আসল মাথা এখনও ধরা পড়েনি।

RELATED ARTICLES

Most Popular