skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsবাড়ির সামনে যুব তৃণমূল নেতাকে গুলি, গুরুতর অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

বাড়ির সামনে যুব তৃণমূল নেতাকে গুলি, গুরুতর অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

Follow Us :

ক্যানিং: বাড়ির সামনে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন যুব তৃণমূল নেতা মহরম শেখ৷ শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা অঞ্চলের ঘটনা৷ কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়৷ তবে, শাসকদলের অভিযোগ সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷

স্থানীয় সূত্রে খবর, এ দিন যুব তৃণমূল নেতা মহরম শেখকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷ ঘটনায় মহরমের শরীরে দুটি গুলি লাগে৷ তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়৷ কিন্তু, অবস্থা গুরুতর হওয়া কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

আরও পড়ুন-আগরতলায় তৃণমূলের উপর ‘হামলা’, কলকাতা ফিরলেন ফিরহাদ হাকিম-রা

পুলিস সূত্রের দাবি, কে বা কারা জড়িত রয়েছে তা এখনও জানা যায়নি৷ কেনই বা যুব তৃণমূল নেতা মহরম শেখকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে তা স্পষ্ট নয়৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী ও ক্যানিং পূর্ব এবং পশ্চিমের বিধায়ক উপস্থিত আছেন৷

স্থানীয় সূত্রে আরও খবর, মহরম শেখ এলাকার জনপ্রিয় নেতা৷ এর আগেও তাঁর উপর হামলা হয়েছে৷ তখন স্থানীয় তৃণমূলের তরফে স্থানীয় পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছিল৷ কিন্তু, পুলিস কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ৷ এর ফলে, এ দিন রাত ৮টা নাগাদ বাড়িতে ঢোকার সময় চার জনের দুষ্কৃতী দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ মহরমের হাতে ও কানের পাশে গুলি লেগেছে৷

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানান, এর আগে তাঁর আগে উপর হামলাকে কেন্দ্র প্রশাসনকে জানানো হয়েছিল৷ কিন্তু পুলিস গুরুত্ব দেয়নি৷ আজ সন্ধেয় ফের হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্ল্যার অভিযোগ, ‘ এলাকার সিপিএমের দুষ্কৃতী বাহিনী মহরমের উপর হামলা চালিয়েছে৷ কারণ, সে এলাকার জনপ্রিয় নেতা৷ তাঁকে সরাতে পারলে সিপিএমের হার্মাদ বাহিনী নিজেদের জমি ফিরে পাবে৷’

RELATED ARTICLES

Most Popular