skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনবাবার ১১৪ তম জন্মবার্ষিকীতে অপ্রকাশিত ছবি পোস্ট করলেন বিগ বি

বাবার ১১৪ তম জন্মবার্ষিকীতে অপ্রকাশিত ছবি পোস্ট করলেন বিগ বি

Follow Us :

বাবাকে নিয়ে বিভিন্ন সময় নানান আবেগঘন লেখা এবং ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন বলিউড শাহেনশাহ বিগ বি। আজ আবার এক বিশেষ দিনে বাবা হরিবংশ রাই বচ্চনের ১১৪ তম জন্মবার্ষিকীতে পুরনো স্মৃতিতে ডুব দিলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফ্যামিলি অ্যালবামের পাতা থেকে বাবার সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে অমিতাভের মাথায় সেহরা পরা। আজ এই বিশেষ দিনে প্রয়াত বাবা সম্পর্কে ব্লগে প্রবীণ অভিনেতা লিখেছেন,’আমার বাবা… আমার সব কিছ…১৯০৭ সালের ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ১১৪ তম জন্মবার্ষিকী। তিনি আমার মায়ের সঙ্গে স্বর্গে একসঙ্গে তা উদযাপন করছেন।

আজ তাঁর চিন্তা-ভাবনার কথা এবং কাজের মধ্যে দিয়ে আমরা তাঁকে স্মরণ করে তা উদযাপন করছি’। বাবার সঙ্গে পোস্ট করা এই বিশেষ ছবিটি সম্পর্কে অভিনেতা লেখেন, এই মুহূর্তগুলো খুবই স্মৃতিমেদুর। ১৯৭৩ সালের ৩ জুন অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেছিলেন হরিবংশ-তেজী বচ্চন পুত্র অমিতাভ। সেই দিনই সম্ভবত তোলা হয়েছিল বাবার সঙ্গে অমিতাভের এই সাদাকালো ছবিটি। বহু বছর ধরে যত্ন করে রেখে দিয়েছেন অমিতাভ তাঁর এই স্মৃতিভরা ছবিটি।

RELATED ARTICLES

Most Popular