skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনভালোবেসে সব বেচে দিলেন স্বস্তিকা

ভালোবেসে সব বেচে দিলেন স্বস্তিকা

Follow Us :

পর্দায় সাহসী চরিত্রে হাজির হয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার তিনি অন্য রকমের সাহসের পরিচয় দিলেন। আজীবনই তিনি কুকুরপ্রেমী। এবার নিজের ব্যবহৃত গহনা ও পোশাক নিলামে তুললেন স্বস্তিকা। এসব বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে তা তিনি দান করবেন কুকুরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাকে। আজ ১ ডিসেম্বর থেকে নিলামের কাজকর্ম শুরু করলেন সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আজ তার দু-জোড়া কানের দুল নিলামে তুলেছেন স্বস্তিকা। জানিয়েছেন, তাঁর প্রয়াত বাবা অভিনেতা সন্তু মুখার্জি তাঁকে এই কানের দুল উপহার দিয়েছিলেন। দেওয়া ছিল একটি মোবাইল নাম্বার। জানা যাচ্ছে ইতিমধ্যেই নির্ধারিত দামে বিক্রি হয়েছে ওই কানের দুল।

এছাড়াও থাকবে তাঁর নিজের ব্যবহৃত কিছু পোশাক। পোস্টে নায়িকা লিখেছেন, ‘ডিসেম্বর মানে প্রি-নিউ ইয়ার আর সেই সঙ্গে আমার জন্মদিনের মাস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু অনেক সহজে ছেড়ে দেওয়া যায়। ভালোবেসে। সেইসঙ্গে ভালোবেসে আরো একটা জিনিস করা যায় যেটা হল আবদার। আগামী ১৩ ডিসেম্বর স্বস্তিকার জন্মদিন। এবছর জন্মদিনে তাঁর আবদার যেসব আউটফিট গুলো তিনি বিভিন্ন ছবিতে এবং শ্যুটে পড়েছেন, যেগুলি তাঁর অত্যন্ত প্রিয় সেগুলি তিনি নিলামে তুলতে চান। যারা সেই পোশাক কিনতে চায় কিনতে পারে। তাহলে সেই অর্থ দিয়ে স্বস্তিকার অতি প্রিয় কিছু ‘ভৌ ভৌ’দের জন্য শীতের পোশাক কিনবেন তিনি। সেই সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থাও করতে চান। আস্তে আস্তে আরো বিস্তারিত জানাবেন বলেও অভিনেত্রী জানিয়েছেন।স্বস্তিকার আগামী ছবি ‘বিজয়ের পরে’। যেখানে তাঁকে অভিনেতা মমতা শংকর ও দীপঙ্কর দের সঙ্গে দেখা যাবে। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে মিরকে।

RELATED ARTICLES

Most Popular