skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeখেলাকরোনার জন্য ফের পিছিয়ে গেল টটেনহ্যামের ম্যাচ

করোনার জন্য ফের পিছিয়ে গেল টটেনহ্যামের ম্যাচ

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: একের পর এক ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত| ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়াই যেন এখন চ্যালেঞ্জের মুখে| পিছিয়ে গেল টটেনহ্যাম হটস্পার বনাম ব্রাইটন ম্যাচ| সামনে লিভারপুল, লেস্টার সিটি ম্যাচ হওয়া নিয়েও জল্পনা তুঙ্গে|

আগামী রবিবার ব্রাইটনের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল টটেনহ্যামের| কিন্তু ফের করোনার হানা স্পার্স শিবিরে| সেই খবর পাওয়ার পরই প্রিমিয়ার লিগের মেডিক্যাল বোর্ডের পরামর্শে খেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সূচি পরিবর্তন হবে বলেই জানানো হয়েছে|

টটেনহ্যামের ম্যাচ পিছিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়| এর আগেও করোনার জন্য ইউরোপা লিগে স্পার্সদের ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল তারা| ফের একবার সেই একই ঘটনা| আর এতেই ইউরোপ জুড়ে করোনার ভয়াবহতা নিয়ে উঠছে প্রশ্ন|

ইংলিশ প্রিমিয়ার লিগ চললেও, বারবার করোনার হানা, হঠাত্ করেই চিন্তার ভাঁজ ফেলছে সকলের কপালে| ইংলিশ প্রিমিয়ার লিগ মরসুম শেষ হবে তো| প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে|

RELATED ARTICLES

Most Popular