skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeবিনোদনক্যাট-ভিকির বড়দিনের শুভেচ্ছা

ক্যাট-ভিকির বড়দিনের শুভেচ্ছা

Follow Us :

ক্যাট-ভিকির রাজকীয় বিয়ের পর এই তারকা জুটি কাজে ফিরলেও নানা বৈবাহিক নিয়ম থেকে, ক্রিসমাস উদযাপনে সময় কাটাচ্ছেন। ক্যাটরিনা বিয়ের পর প্রথমবার একসঙ্গে ক্রিসমাস এর পার্টি করলেন তাঁদের নতুন সংসারে।

ক্যাট সুন্দরী নিজের হাতে সাজিয়েছেন ক্রিসমাস ট্রি।  যত্ন করে নানা ধরনের খাবার রেঁধেছেন , নিজেই স্যোশাল মিডিয়ায় এই পার্টির নানা মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ” কেটি ও তাঁর স্বামীর তরফ থেকে সকলকে ক্রিসমাস এর শুভেচ্ছা ।” ছিমছাম ফ্লোরাল পোশাকে খুবই সুন্দর দেখাচ্ছিল তাঁকে।


জাঁকজমক পূর্ণ বিয়ের আসর হলেও এখনও বলিউডের তারকাদের পার্টি হওয়া বাকি রয়েছে। মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই এই আসর বসার কথা।


তবে বিয়ের পর থেকেই নতুন সংসারের নানা সুন্দর মুহূর্ত ক্যাট ভাগ করে নিচ্ছেন তাঁর ফ্যানদের সঙ্গে। নেটিজেনরাও সেই সব ছবি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন । মুহূর্তে ভাইরাল হচ্ছে বলিউডের নতুন এই জুটির খবর।

RELATED ARTICLES

Most Popular