কলকাতা: আসানসোল লোকসভা উপনির্বাচনের ঠিক আগেই দুই পুলিস আধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। আসানসোল দক্ষিণের আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় এবং জামুড়িয়ার ওসি সঞ্জীব দে’কে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন।
গত ১৭ মার্চ বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের(Ballygunge By-Election) বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন(Election Commission of India)। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) এবার আরও বড় দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির (BJP)। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থী তিনিই। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা।
আরও পড়ুন: Bhadu Sheikh Murder CBI: ভাদু শেখ হত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
এরই মধ্যে গত ২৪ মার্চ বেআইনি অস্ত্র কারখানার (Arms Factory Asansol) হদিশ মেলে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরের অন্তর্গত চিতালডাঙা উপরপাড়া অঞ্চলে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে বন্দুক বানানোর অস্ত্র, লেদ মেশিন অন্যান্য যন্ত্রাংশ আটক করে। একটি মোটরসাইকেলও আটক করা হয় ওই বাড়ি থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক চিত্তরঞ্জনের বাসিন্দা। এই বাড়িটি ভাড়া নিয়েছিল ভিনরাজ্যের কয়েকজন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি মাঝেমধ্যেই বন্ধ পাওয়া যেত।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন (Asansol By-Election) । সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যেই তৎপর কমিশন। কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাহিনীর রুটমার্চ। শাসক বিরোধী-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির তৎপরতা উঠেছে তুঙ্গে। জোর কদমে চলছে প্রচার।
আরও পড়ুন: WB Weather Forescast: তীব্র গরমে সুখবর দিল হাওয়া অফিস, আজ বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়
এরই মধ্যে গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ৮০ ঊর্ধ্ব ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া। নিজের বাড়িতে বসেই তাঁরা ভোট দিয়েছেন। ৫ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া চলেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৮০ বছরের বেশি ও শারীরিকভাবে অক্ষম ভোটারের সংখ্যা ৯০৮ জন। যার মধ্যে ২৫৯ জন রানিগঞ্জ ব্লকের ও ৬৪৯ জন রয়েছেন অন্ডাল ব্লকে।