skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsশুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে ফের কাঁথি থানায় সিআইডি

শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে ফের কাঁথি থানায় সিআইডি

Follow Us :

পূর্ব মেদিনীপুর :  শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর তদন্তে ফের  কাঁথি থানায় সিআইডি দল।  শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় মঙ্গলবার কাঁথি থানায় পৌঁছালেন রাজ্য গোয়েন্দা দপ্তরের তিন সদস্যের দল।  তবে তদন্তের জন্য এখনই কিছু জানান নি তাঁরা।  তদন্ত চালাতে এর আগেওা একাধিকবার ছুটে এসেছেন তাঁরা পূর্ব মেদিনীপুর জেলায়।

আরও পড়ুন জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাইকেল চালিয়ে প্রতিবাদ রাহুল গান্ধীর

২০১৮ সালে শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই জল ঘোলা হতে থাকে কারণ নিয়ে। চলতি বছর জুন মাসেই শুভব্রতর স্ত্রীর থানায়  অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল স্বামী গুলিবিদ্ধ অবস্থায় বহুক্ষণ পড়ে থাকার পরেও,অ্যাম্বুলেন্স আসতে দেরি করে।তাই চিকিৎসাও শুরু হয় দেরিতে। স্বামীর মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি।

আরও পড়ুন  রঞ্জিত সাগর ড্যামের কাছে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার

তৎকালীন কাঁথি থানার অধীনে অধিকারীদের নিরাপত্তার দায়িত্বে  থাকা সাব ইন্সপেক্টর সুশান্ত যশকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কথা বার্তায় অসঙ্গতি পেয়েই গত মাসেই তাকে আটক করে সিআইডি।  প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু-তদন্তে শুভেন্দুর বাড়িতেও তদন্ত চালায় সিআইডি।যে জায়গায় দেহরক্ষী শুভব্রত গুলিবিদ্ধ হয়েছিল সেই জায়গার স্কেচ তৈরি করে শুভেন্দুর শান্তিকুঞ্জের ভিডিওগ্রাফি করেছেন গোয়েন্দারা।  ৪ সদস্যের সিআইডি টিম এই মামলার তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উত্তর কলকাতার আরও এক পুরানো বাড়ি 

RELATED ARTICLES

Most Popular