skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent Newsনিন্দা দেশ জুড়ে, পাশে জাতীয় সংবাদ মাধ্যম, বুঝিয়ে দিল সঠিক পথেই চলছে...

নিন্দা দেশ জুড়ে, পাশে জাতীয় সংবাদ মাধ্যম, বুঝিয়ে দিল সঠিক পথেই চলছে কলকাতা টিভি

Follow Us :

কলকাতা : কলকাতা টিভি-র পাশে জাতীয় স্তরের একাধিক সংবাদ মাধ্যম । যে ভাবে কেন্দ্রের বিজেপি সরকার কলকাতা টিভি-র কণ্ঠরোধ করার চক্রান্ত শুরু করেছে, তার তীব্র নিন্দায় সরব দ্য টেলিগ্রাফ, দ্য ওয়্যার, নিউজ লন্ড্রি, ন্যাশনাল হেরন্ড-সহ দেশের তামাম সংবাদ মাধ্যম । ইতিমধ্যেই কলকাতা টিভি-র পাশে দাঁড়িয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস, আপ আদমি পার্টি, সিপিএম, কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলও ।

উল্লেখ্য, চ্যানেলের সম্প্রচার-স্বত্ত্ব নবীকরণ নিয়ে নোটিস পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক । কেন্দ্রের বক্তব্য, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রক দিয়ে থাকে তা কলকাতা টিভি-র ক্ষেত্রে খারিজ হয়ে গিয়েছে । কিন্তু, কেন খারিজ… সে সম্পর্কে একটি শব্দও নেই কেন্দ্রের পাঠানো চিঠিতে । স্বাভাবিক ভাবেই এটা বুঝতে অসুবিধা হয়নি, পুরো বিষয়টার মধ্যেই রয়েছে গণতন্ত্রের কণ্ঠরোধ করার কেন্দ্রীয় সরকারের এক অতি জঘন্য চক্রান্ত । রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার চেষ্টা ।

আরও পড়ুন- শাসকের স্তাবকতা না করার জন্যই ‘হুমকি’, কলকাতা টিভিকে কেন্দ্রের নোটিস নিয়ে সরব বাম-কংগ্রেস-তৃণমূল

আদতে, কলকাতা টিভি শুরুর প্রথম দিন থেকেই সত্যের পথে থেকে সাদাকে সাদা, কালোকে কালো বলে দেখিয়ে আসছে । কোনও রকম রাজনৈতিক চাপের কাছে হাজারো প্রতিকূলতার মধ্যেও মাথানত করেনি কলকাতা টিভি বা তার সম্পাদক কৌস্তুভ রায় । নীতি-আদর্শের কাছে ঠিক থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে কলকাতা টিভি । আর এর পরই সামান্যতম সমালোচনা সহ্য করতে না পারা জনবিরোধী কেন্দ্রীয় সরকার চক্রান্ত শুরু করে কলকাতা টিভি-র বিরুদ্ধে । প্রথমে তিন বছর চুপ করে থাকার পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কলকাতা টিভি-র সম্পাদককে হঠাৎ ডেকে পাঠায় । যদিও, সে-ক্ষেত্রে কোনও সুবিধা করতে পারেনি ইডি । টানা সাত ঘণ্টা জেরা করা হলেও, কোনও রকম চাপের কাছে মাথা নত করেননি সম্পাদক কৌস্তুভ রায় । কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার চাহিদা মতো প্রতিটি তথ্য-নথি তাদের হাতে তুলে দেন তিনি । সেই কাজে ‘সফল’ না হয়েই কলকাতা টিভি-র কণ্ঠরোধ করার চেষ্টা শুরু করে কেন্দ্র । নোটিস পাঠাল সংস্থার দফতরে ।

এই ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে এবং কলকাতা টিভি-র কণ্ঠরোধ করার কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে সরব দেশের একাধিক প্রথম শ্রেণির সংবাদ মাধ্যম । অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা টিভি-র খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম । সম্পাদক কৌস্তুভ রায়ের প্রতিটি বক্তব্য, তাঁর করা টুইট গুরুত্ব সহকারে ছেপেছে নিজ নিজ মাধ্যমে । সম্পাদক কৌস্তুভ রায়ের নেতৃত্বে সংস্থার প্রতিটি কর্মী কী ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন সময় লড়াই চালাচ্ছেন, তার প্রতিটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে টেলিগ্রাফ-ওয়্যার-নিউজ লন্ড্রি-র মতো সংবাদমাধ্যমগুলি ।

আরও পড়ুন-লাইসেন্স নবীকরণ নিয়ে কলকাতা টিভিকে নোটিস কেন্দ্রের, বিজেপির বিরুদ্ধে সোচ্চার, তাই কন্ঠরোধ, টুইট ডেরেকের

এই মুহূর্তে তিনশোর বেশি মানুষ কলকাতা টিভি-তে কর্মরত । এর মধ্যে রয়েছেন সাংবাদিক থেকে সংবাদ কর্মী বা সংস্থার অন্যান্য কাজের সঙ্গে যুক্ত মানুষ জন । তাঁদের অদম্য মনোভাবে ভর করেই চ্যানেল আজ অনেক লড়াইয়ের ভিতর দিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এসেছে । কিন্তু, কখনই কোনও চাপের কাছে মাথামত করেনি । এই ভাবে বছরের পর বছর ধরে সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন, সংস্থার সম্পাদকীয় অনুষ্ঠান চতুর্থ স্তম্ভ-এর আকাশছোঁয়া জনপ্রিয়তা বুঝিয়ে দিয়েছে সত্যের কদর । এমনই একটি সংবাদমাধ্যমকে এ ভাবে নোটিস পাঠানোর ঘটনায় আলোড়ন পড়েছে সর্বত্র ।

স্বাভাবিক ভাবেই, যে ভাবে দেশের তামাম সংবাদ মাধ্যম কলকাতা টিভি-র পাশে দাঁড়িয়ে তাদের খবর প্রকাশ করেছে, তাতে আরও একবার প্রমাণিত, কলকাতা টিভি রয়েছে সঠিক পথেই ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | সংসদের নিয়ম মানছেন না এনডিএ-র সাংসদরাই? কড়া বার্তা মোদির
01:46:40
Video thumbnail
Lok Sabha | INDIA-NDA | সোমে ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল লোকসভায় আজ INDIA কী করবে?
03:33:16
Video thumbnail
Bharatiya Nyaya Sanhita | আর ৪২০ বলা যাবে না, নতুন আইনে প্রতারণা কত নম্বর ধারায়?
01:44:51
Video thumbnail
Fire | দাউদাউ করে জ্বলছে, ফের বিধ্বংসী আগুন শহর কলকাতায়
59:16
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19