skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent Newsমোহনবাগান ক্লাবের সচিব হয়েই গেলেন দেবাশিস দত্ত

মোহনবাগান ক্লাবের সচিব হয়েই গেলেন দেবাশিস দত্ত

Follow Us :

মোহনবাগান ক্লাবের নির্বাচনের মনোনয়ন শেষ হল শনিবার। সচিব পদে প্রার্থী হয়েছেন দেবাশিস দত্ত। এত দিন তিনি ছিলেন ক্লাবের অর্থ সচিব। কিন্তু সাবেক সচিন সৃঞ্জয় বসু পদত্যাগ করায় নতুন সচিব পদে দেবাশিস মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁর সচিব হওয়া এখন সময়ের অপেক্ষা। সহসচিব পদে সত্যজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ পদে উত্তম সাহা, অর্থ সচিব পদে মুকুল সিনহা, ফুটবল সচিব পদে স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট সচিব পদে মহেশ টেকরিওয়ালা, হকি সচিব শুভাশিস পাল, টেনিস সচিব সন্দীপন বন্দ্যোপাধ্যায়, ইউথ ফুটবল পদে মানস ভট্টাচার্য এবং মাঠ সচিব পদে তন্ময় চট্টোপাধ্যায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ক্লাব সূ্ত্রের খবর অনুযায়ী, বিরোধী প্যানেলে তেমন কেউ জমা দেননি। মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে সামনের সপ্তাহে। বিরোধীদের কেউ মনোনয়ন জমা না দিলে নির্বাচন হওয়ার প্রশ্ন নেই। তাই বিনা নির্বাচনেই দেবাশিস এবং তাঁর সঙ্গীরা মোহনবাগান ক্লাবের নতুন কর্মসমিতির দায়িত্ব নিতে চলেছেন। এদিন নির্বাচন নিয়ে যখন কর্তারা ক্লাব তাঁবুর ভিতরে ব্যাস্ত ছিলেন তখন গোষ্ঠ পাল সরনির উপর এক শ্রেণীর সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতি করেন। দু পক্ষের মধ্যে মারামারিতে তিন জন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়দান থানার পুলিশ এসে অবস্থা সামাল দেয়।

RELATED ARTICLES

Most Popular