skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsকোভিডের জমে থাকা মামলার নিষ্পত্তিতে লোক আদালত বসাতে চলেছে লালবাজার

কোভিডের জমে থাকা মামলার নিষ্পত্তিতে লোক আদালত বসাতে চলেছে লালবাজার

Follow Us :

ট্রাফিকের পর এবার কোভিড সংক্রান্ত যাবতীয় জমে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে লোক আদালত বসাতে চলেছেন লালবাজারের কর্তারা। এই বিষয়ে নবান্নের সবুজ সঙ্কেত এসে পৌঁছেছে লালবাজারে। আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাঙ্কশাল কোর্টে এই ধরনের মামলা শুরু হতে চলেছে। লালবাজারের এক উচ্চপদস্থ কর্তা বৃহস্পতিবার জানান, লোক আদালত চালু হলে করোনা সংক্রান্ত জমে থাকা যাবতীয় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

আরও পড়ুন: মমতায় অনুপ্রাণিত সমাজকর্মী সাকেত গোখলে, যোগ দিলেন তৃণমূলে

 ট্রাফিকের জমে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কয়েক বছর আগে থেকেই শহরে চালু রয়েছে লোক আদালত। তাতে অনেক সাফল্য পেয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগ। ট্রাফিক এরপর আবার এই ধরনের লোক আদালত বসতে চলেছে শহরে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা জানান, ‘২০২০ সালের প্রথম দিক থেকেই এ রাজ্যে চলে আসে অতিমারি ভাইরাস। চালু হয়ে যায় লকডাউন। সেই সময় আদালতের কাজকর্ম বন্ধ হয়ে যায়। ফলে কলকাতা-সহ সারা রাজ্যের আদালতগুলোতে সব মামলা জমে যায়।’

আরও পড়ুন: টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলির অভিযোগ, দুর্নীতি রুখতে কড়া নির্দেশ মমতার

  তার মধ্যে সমস্যা দেখা দেয় কোভিড সংক্রান্ত যাবতীয় মামলাগুলো নিয়ে। লকডাউন চলাকালীন এই মামলাগুলি প্রয়োগ করা হয়েছিল। সেই আইন এখনও পর্যন্ত শহরে চালু রয়েছে। যেমন-প্রকাশ্য রাস্তায় থুতু ফেলা, মাস্ক ব্যবহার না করা, যেখানে সেখানে জমায়েত করা ইত্যাদি। এই সমস্ত কেসে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১৮৩ ধরা এবং বিপর্যয় মোকাবিলা ধারায় পুলিশ ব্যবস্থা নিতে পারে বা নিয়ে চলেছে। ওই সব ধারায় মামলাও হচ্ছে। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের জমায়েত এবং বিক্ষোভ মিছিলের ক্ষেত্রেও ওই সব ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু সেই সব মামলাগুলি এখনও পর্যন্ত শহরের বিভিন্ন আদালতে নিষ্পত্তি না হয়ে জমে পড়ে রয়েছে। সেই সব মামলাগুলির দ্রুত নিষ্পত্তিতে এবার উদ্যোগ নিয়েছেন লালবাজারের কর্তারা।

RELATED ARTICLES

Most Popular