skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsViral Video: ‘জেলে যাবে, জামিন হবে না’, মুসলিম মাংস ব্যবসায়ীকে হুমকি বিজেপি...

Viral Video: ‘জেলে যাবে, জামিন হবে না’, মুসলিম মাংস ব্যবসায়ীকে হুমকি বিজেপি বিধায়কের

Follow Us :

গাজিয়াবাদ: ফের বিতর্কে বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জার৷ আবারও জোর করে মাংসের দোকান বন্ধ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷ সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে৷ যা ঘিরে নেটমাধ্যমে বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী আলোচনা শুরু হয়েছে৷

ভাইরাল ভিডিয়োটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি বিধানসভা এলাকার৷ তাতে দেখা যাচ্ছে, ওই বিধানসভার বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জার এক মুসলিম ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন৷ মুরগির মাংসের দোকান বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি৷ বলছেন, ‘জেল চলে যাওগে, জামানাত ভি নেহি হোগি’৷ যার বাংলা তরজমা করলে হয়, ‘জেলে চলে যাবে, জামিন হবে না৷’

মুসলিম বিক্রেতাকে বিধায়কের আরও নির্দেশ, দোকান বন্ধ করে পালিয়ে যাও৷ এখনও উঠে যাও৷ দিল্লিতে গিয়ে মুরগি বিক্রি করো৷ লোনিতে কেউ মুরগি বিক্রি করবে না৷ লোনিতে এই বেআইনি কাজ করতে দেওয়া হবে না৷’

এই ভাইরাল ভিডিয়ো ঘিরেই তোলপাড় নেটপাড়ায়৷ ‘কে মাংস বিক্রি করবে, কে করবে না, তা ঠিক করার অধিকার নেই বিধায়কের নেই’—ইত্যাদি একাধিক মন্তব্য,কটাক্ষয় বিদ্ধ হচ্ছেন বিজেপি বিধায়ক৷ আরজকতা চালানো হচ্ছে বলেও কারও কারও অভিযোগ৷

এর আগে গত বছর অক্টোবরে নভরাত্রিতে জোরপূর্বক মাংসের দোকান বন্ধের অভিযোগ উঠেছিল ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷ যা নিয়ে দেশজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি৷ শুধু দোকান বন্ধ নয়, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগও রয়েছে বিধায়ক নন্দ কিশোর গুজ্জারের বিরুদ্ধে৷ সব মিলিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে লোনি বিধানসভার বিজেপি বিধায়কের কীর্তিকালাপে জোর চর্চা শুরু হয়েছে৷

 

RELATED ARTICLES

Most Popular