skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরসাপের কামড়ে ওঝার দ্বারস্থ পরিবার, মৃত্যু নাবালিকার

সাপের কামড়ে ওঝার দ্বারস্থ পরিবার, মৃত্যু নাবালিকার

Follow Us :

বাসন্তী:  স্বাধীনতার পর অনেকটাই এগিয়েছে দেশ। গবেষণার হাত ধরে চাঁদ থেকে মঙ্গলে যাওয়ার কথা ভাবছি আমরা। কিন্তু তবুও দেশবাসীর মনে কোথাও যেন কুসংস্কার বাসা বেঁধে রয়েছে আজও। সাপের কামড়ালে আজও হাসপাতালে না গিয়ে ডাকা হয় ওঝা। তার ফলও হয় অবধারিত মৃত্যু। শনিবার সেই মৃত্যুর শিকার পল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সঞ্চিতা নস্কর। তাঁর বয়স ছিল মাত্র আট।

সাপ কামড়ানোর পর ওঝার কাছে দীর্ঘক্ষণ সময় নষ্ট করার কারণেই আট বছরের সঞ্চিতা নস্করের মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ায়।  ওঝার নির্দেশ মতো নাবালিকার মৃত্যুর পর কলার ভেলায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টাও করে পরিবার। পরে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে শিশুটির মৃতদেহ। দেহ

রবিবার ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রের খবর। বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের দাবি, সাপে কামড়ানোর দীর্ঘক্ষণ পর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় নাবালিকার। মৃত্যু হয়েছে জেনেই শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে বাড়ি চলে যায় পরিবারের সদস্যরা। তারপর মৃত নাবালিকাকে ফের  ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, শেষ পর্যন্ত ওঝার নির্দেশে কলার ভেলায় ভাষানোর চেষ্টা করেছিল পরিবার। পুলিশ জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে বাসন্তী থানায় ।

RELATED ARTICLES

Most Popular