skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরডাকাতি করতে এসে পুলিশের জালে গ্রেফতার ১২, উদ্ধার বিপুল অস্ত্র

ডাকাতি করতে এসে পুলিশের জালে গ্রেফতার ১২, উদ্ধার বিপুল অস্ত্র

Follow Us :

মেদিনীপুর: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১২ জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক বন্দুক সহ বিভিন্ন ধরনের অস্ত্র। শুক্রবার মেদিনীপুর সদর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদ এলাকাতে এদিন ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু যুবক জড়ো হবে। গোপন সূত্রে গতকাল বৃহস্পতিবার রাতেই সেই খবর পায় কোতোয়ালি থানার পুলিশ। সেই মুহূর্তেই সেখানে গিয়ে ওঁত পাতে  পুলিশ। শুক্রবার ভোরে ডাকাত দলের সদস্যেরা ওই এলাকায় জড়ো হলেই তাঁদের গ্রেফতার করা হয়।

                                                             অভিযুক্তদের গ্রেফতার করছে পুলিশ

ধৃতেরা প্রত্যেকেই বিভিন্নধরনের ডাকাতির ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে। শুক্রবার ধৃতদের হাজির করা হয় মেদিনীপুর আদালতে। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অন্যদিকে, শুক্রবার মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় একটি নামী মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। কেরানিতলা এলাকায় দোকানের পেছনে দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মোবাইল ও বিভিন্ন সামগ্রী, নগদ টাকা চুরি গিয়েছে বলে বিক্রেতা দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular