skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরডেবরা হাসপাতাল থেকে পলাতক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

ডেবরা হাসপাতাল থেকে পলাতক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

Follow Us :

পশ্চিম মেদিনীপুরের: স্ত্রী’র সাথে ঝগড়া করে নিখোঁজ হয়েছিলেন ডেবরা হাসপাতাল থেকে!  ঘটনার  ৩ দিন পর  গাছে ঝুলন্ত দেহ মিলল যুবকের। মৃতের নাম চন্দ্রকান্ত সিং। বয়স ৩০। মৃত যুবক পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার খামরা গ্রামের বাসিন্দা। রবিবার বিকেলে ডেবরা হাসপাতাল সংলগ্ন  পাটনা মন্দিরের পেছনের ঝোঁপে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ১৮ অগাস্ট  পেটে ব্যাথা ও বমি’র উপসর্গ  ডেবরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। হাসপাতালে থাকাকালীন  স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়। তারপর ওই যুবক মেন গেট দিয়ে বেরিয়ে যায়। তাঁর পেছনে পেছনে ছুটে যান স্ত্রী ও হাসপাতালের গেটে থাকা নিরাপত্তারক্ষীরা। কিন্তু, কিছু দূর গিয়ে আর ওই যুবককে খুঁজে পাওয়া যায় না! ঘটনায়  ডেবরা থানায় নিখোঁজ ডায়েরি করে হাসপাতালে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাতি দেখতে গিয়ে হাতির হানায় জখম যুবক

প্রসঙ্গত, গত অগাস্ট মাসের ৮ তারিখে ডেবরা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মা তিনতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন! ওই মহিলা অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছিল। মাত্র দু’সপ্তাহের মধ্যেই ফের রোগী নিখোঁজ হয়ে যাওয়ায় ডেবরা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে! হাসপাতালের সুপার তথা বিএমওএইচ ডাঃ আরিফ জানিয়েছেন, “ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রী’র কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল বলে জানতে পেরেছি। যুবক যখন বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা ছুটে যায়, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। নিয়মমাফিক আমরা থানায় ডায়েরি করি।

আরও পড়ুন: একরত্তি শিশুর বিরল রোগ, প্রয়োজন ১৬ কোটির ইনজেকশন

যদিও এই ঘটনার সঙ্গে হাসপাতালের গাফিলতির কোনো সংযোগ নেই বলে দাবি তাঁর । এদিকে, রবিবার ওই যুবক চন্দ্রকান্তের দেহ শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা সোমবার ময়নাতদন্তের জন্য দেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular