Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsHanskhali Shoot Out: হাঁসখালির তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা পলাতক

Hanskhali Shoot Out: হাঁসখালির তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা পলাতক

Follow Us :

রানাঘাট: নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে৷ স্থানীয় বিজেপি নেতা সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে গুলি চালানোর লিখিত অভিযোগ হয়েছে৷ অভিযুক্ত বিজেপি নেতা সুব্রত বিশ্বাস এলাকা ছেড়ে পালিয়েছেন বলে পুলিস সূত্রের দাবি৷

আক্রান্ত পরিবারের অভিযোগ, সুব্রাত বিশ্বাস বহুবার সহদেব মণ্ডলকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন৷ হুমকিতে দু’পক্ষের মধ্যে মারামারিও হয়েছে৷
এদিকে ঘটনার পর বৃহস্পতিবারও গোটা এলাকা থমথমে হয়েছে রয়েছে৷ ঘটনাস্থল ছাড়াও গ্রামে পুলিসি পিকেট বসানো হয়েছে৷ সূত্রের দাবি, পলাতক সুব্রত বিশ্বাসের স্ত্রী ও ছেলেকে পুলিস আটক করেছে৷

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে নদিয়ার হাঁসখালি থানার বড়ো মুড়াগাছা গ্রামের বাসিন্দা তৃণমূল সদস্য সহদেব মণ্ডল আক্রান্ত হন৷ তাঁর স্ত্রী বগুলা ২ গ্রাম পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডল৷ রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর স্বামীর উপর চড়াও হয় বলে জানান তিনি৷

স্থানীয় সূত্রে খবর, বাড়ির পাশে একটি স্কুল মাঠে গুলিবিদ্ধ হন সহদেব মণ্ডল৷ দুষ্কৃতীরা তাঁর মাথার পিছনে গুলি করে৷ খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিস৷ সহদেবের উপর হামলার কারণ স্পষ্ট নয়৷ দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে৷

আরও পড়ুন-Birbhum Violence Eye Witness: হত্যালীলার প্রত্যক্ষদর্শী অগ্নিদগ্ধ সেই ‘নিখোঁজ’ বালক হাসপাতাল থেকে ছাড়া পেল

বগুলা ২ অঞ্চল সভাপতি পলাশ মণ্ডল বলেন, সুব্রত বিশ্বাস স্থানীয় বিজেপির প্রথম সারির নেতা৷ অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷ তার প্রতিবাদ করেছিল সহদেব৷ তাই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল৷

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগাঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রণতি বিশ্বাস ঘটনা জানান, অভিযুক্ত সুব্রত বিশ্বাস বিজেপির কেউ নন৷ আমি শুনেছি, বুধবারের ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ এলাকার তৃণমূল কর্মীরা বুঝে গেছে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পঞ্চায়েতে জিতবে৷ তাই, খেয়োখেয়ির রাজনীতি বন্ধ হয়ে যাবে দোষারোপ করছে বিজেপিকে৷

RELATED ARTICLES

Most Popular