skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent NewsKamarhati: কামারহাটির সবেধন নীলমণি সিপিএম কাউন্সিলর তৃণমূলে

Kamarhati: কামারহাটির সবেধন নীলমণি সিপিএম কাউন্সিলর তৃণমূলে

Follow Us :

কামারহাটি: কামারহাটি পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর আফজল খাঁ তৃণমূলে যোগ দিলেন। শুক্রবার তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্রের হাত থেকে পতাকা গ্রহণ করেন। আফজল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই আমি তৃণমূলে যোগ দিলাম। তাছাড়া সিপিএমের সংস্কৃতির সঙ্গে তাল মেলাতে পারছিলাম না।

এদিনের মঞ্চ থেকে মদন মিত্র সিপিএমকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এমনিতেই বেলঘরিয়া কামারহাটিতে সিপিএমের কোনও অস্তিত্ব নেই। তারপরও যদি বেশি বাড়াবাড়ি করে সিপিএম, তাহলে ভালো হবে না। এটা পরিষ্কার বলে দিচ্ছি।

বৃহস্পতিবার কামারহাটিতে স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। পরে সমাবেশস্থলে পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর কুশপুতুল পোড়ানো হয়। তৃণমূলের অভিযোগ, কুশপুতুল পোড়ানোর সময় তৃণমূলের দলীয় পতাকার অবমাননা করা হয়েছে। সেই ঘটনার উল্লেখ করে শুক্রবার মদন বলেন, তৃণমূলের পতাকার অবমাননা করার সাহস হয় কী করে সিপিএমের। এমনিতেই এখানে সিপিএমের অস্তিত্ব মুছে গিয়েছে। দু-চারটে লোক নিয়ে কুশপুতুল পোড়ালেই হল? তিনি বলেন, সিপিএমকে এই শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। অনেক হয়েছে। আর নয়। নিজেদের সংশোধন না করলে তৃণমূল পথে নামবে। মদন জানান, কামারহাটির একমাত্র সিপিএম কাউন্সিলর আফজল দলের এই সমস্ত কার্যকলাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি বলেই সিপিএম ছাড়লেন।

আরও পড়ুন: Calcutta University: অনলাইন নয়, অফলাইনেই হবে পরীক্ষা, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

RELATED ARTICLES

Most Popular