skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeজেলার খবরLeopard Caught: ছাগলের লোভই কাল হল! অবশেষে খাঁচাবন্দি নকশালবাড়ির চিতাবাঘ

Leopard Caught: ছাগলের লোভই কাল হল! অবশেষে খাঁচাবন্দি নকশালবাড়ির চিতাবাঘ

Follow Us :

শিলিগুড়ি: সপ্তাহখানেকের বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছিলেন! তার দাপটে ঘুম উড়েছিল এলাকাবাসীর। চেষ্টা করেও বাগে আনতে পারেননি বন দফতরের কর্মীরা। অবশেষে ছাগলের লোভে খাঁচাই ঢোকাই কাল হল! শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির হাতভরা জোত এলাকায় খাঁচাবন্দি হল চিতাবাঘ। কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন হাতভড়া জোতের এলাকার বাসিন্দারা।

রবিবার চিতাবাঘকে ধরতে ওই এলাকার একটি চা বাগানে বন দফতরের তরফে পাতা হয় খাঁচা। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পারে সেই খাঁচাতে বন্দি হয়েছে একটি চিতাবাঘ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকে। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী।

২৬ এপ্রিল নকশালবাড়ি  ব্লকের হাতভরা জোত এলাকায় এক চা শ্রমিককে আক্রমণ করে চিতাবাঘ। কোনওমতে প্রাণে বেঁচে ফেরেন সেই মহিলা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তারপর থেকে হাতভরা জোত গ্রামে চিতাবাঘের আনাগোনা বাড়তে থাকে।

আরও পড়ুন: Corona Updates: দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

বাসিন্দারা জানান, চা বাগানের ভিতর চিতাবাঘটিকে বসে থাকতে দেখেছেন তাঁরা। যার ফলে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। রবিবার বিকেলে হাতভরা জোত গ্রামের চাষের জমিতে মেলে চিতাবাঘের পায়ের ছাপ। এর আগেও ওই এলাকায় একাধিকবার চিতাবাঘের দেখা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular