Tuesday, July 2, 2024

HomeCurrent NewsSuvendu Adhikari: স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড

Suvendu Adhikari: স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড

Follow Us :

কাঁথি: পুর নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলি ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে। আর কাঁথিতে (Kanthi Municipality) ভোট প্রচারে ধারাবাহিকভাবে বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari)৷ বুধবারও শুভেন্দুর নেতৃত্বে মিছিল হয়৷ সেখানে স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড।

এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা রাজ্যের মৎস্যমন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। তাঁর সমর্থনে আজ রাজ্য তৃণমূল নেতা সুব্রত বক্সির সভার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে ১৩ নম্বর ওয়ার্ডে প্রচার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সভাস্থলে এলে বিজেপির কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তৃণমূল পালটা স্লোগান দিতে থাকে। দুই রাজনৈতিক দলের স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। পরে যদিও শুভেন্দু তার কর্মী সমর্থকদের নিয়ে চলে যায়।

এরআগে বৃহস্পতিবার, শুক্রবার কাঁথিতে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু৷ কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে শুভেন্দুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। শুক্রবার সকালে তৃণমূল কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছিল। সেই সময় শুভেন্দুও বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে পুরভোটের প্রচারে নামেন। রাস্তার একদিকে তৃণমূলের কর্মী-সমর্থকরা পতাকা হাতে শুভেন্দুকে ঘিরে কটূক্তি করতে থাকে। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকেরাও স্লোগান দিতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন- Anis Khan: আনিস মৃত্যু রহস্যের জট প্রায় খুলে ফেলেছে পুলিস, পিছনে কারা দু-একদিনে জানাবে সিট

পুরভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সরগরম হচ্ছে কাঁথি শহর। শুক্রবার কাঁথি পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাজিপুর এলাকায় বিরোধী দলনেতা নির্বাচনী প্রচার করার সময় তৃণমূল-কংগ্রেস সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। কাঁথি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বৃহস্পতিবারও কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে যান শুভেন্দু। সেখানে তৃণমূল এবং বিজেপির প্রচারমঞ্চ ছিল প্রায় পাশাপাশি। বিজেপির মঞ্চে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা সেরে গাড়িতে ওঠার সময় শুভেন্দুকে ঘিরে একদল তৃণমূল সমর্থক বিক্ষোভ দেখায়। ঘনঘন তৃণমূল নেত্রীর নামে স্লোগান ওঠে। তৃণমূল কর্মীদের মুখে ‘শুভেন্দু চোর’ স্লোগানও শোনা যায়৷ পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। শুভেন্দু অবশ্য দলীয় কর্মীদের দ্রুত থামিয়ে দেন।

 

RELATED ARTICLES

Most Popular