skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeজেলার খবরআসানসোলে মনোনয়ন জমায় উত্তেজনা, সিপিএম-বিজেপিকে বাধা

আসানসোলে মনোনয়ন জমায় উত্তেজনা, সিপিএম-বিজেপিকে বাধা

Follow Us :

আসানসোল: আসানসোল পুরসভা ভোটের মনোনয়নের শেষদিনে ছিল সাজসাজ রব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোলের মনোনয়ন কেন্দ্র সেন্ট জোসেফ স্কুলে তৃণমূলের মুখ্য প্রার্থীদের সঙ্গে মন্ত্রী মলয় ঘটককেও দেখা গেল। আর বাইরে দাঁড়িয়ে থেকে নিজের দলের প্রার্থীদের স্বাগত জানাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়।

অন্যদিকে মনোনয়ন কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থীরা সকলে একসঙ্গে ঢুকতে গেলে তাঁদের সঙ্গে বচসা হয় পুলিসের। আবার দুপুর ২টো নাগাদ বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মণ ঘুরুই যখন মনোনয়ন কেন্দ্রের সামনে এসে পৌঁছান, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ ত্থেকে বিক্ষোভ দেখাতে থাকে।

এই ভোটে ফলাফল কেমন হবে জানতে গেলে মন্ত্রী মলয় ঘটক বলেন, আসানসোল কর্পোরেশনে ফলাফল বিরোধীশূন্য হবে। তৃণমূল কংগ্রেসই বোর্ড গঠন করবে। বিজেপির সাধারণ সম্পাদক প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, উনি তো আসানসোলের ভোটার নন। তাই আইনত তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।

আরও পড়ুন : Asansol Accident: আসানসোলে জাতীয় সড়কে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মুমূর্ষু বৃদ্ধের মৃত্যু

সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস কোনও উন্নতি করেনি। আমরা যা করেছিলাম, তার উপর তৃণমূল প্রলেপ দিয়েছে। আর সাদা-নীল রং করেছে মাত্র। বিজেপি ও তৃণমূল একই। আগে যিনি মেয়র ছিলেন আজ তিনি বিজেপি নেতা। আর বিজেপি ও তৃণমূল মিলে গারুই নদীর ওপর ব্রিজ তৈরি করে মানুষকে জলে ডুবিয়ে দিয়েছে। তখন কে ছিল? আমরাই মানুষকে বাঁচাতে নেমেছিলাম। মনোনয়ন দফতরের সামনে দাঁড়িয়ে থাকা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায় বলেন, মানুষ সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য মানুষ ভোট দেবেন। আর অনেকে টিকিট না-পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন দিলেও সব ঠিক হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular