skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeজেলার খবরDomjur: প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল সদস্যের উপর হামলার অভিযোগ বিধায়কের লোকজনের বিরুদ্ধে

Domjur: প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল সদস্যের উপর হামলার অভিযোগ বিধায়কের লোকজনের বিরুদ্ধে

Follow Us :

ডোমজুড়: আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMc inner clash) প্রকাশ্যে। এবার তৃণমূলের (TMC) সদস্যের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলেরই বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি কল্যান ঘোষের লোকজনের বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনায় উত্তপ্ত হাওড়ার শলপ ১ নম্বর পঞ্চায়েত এলাকা। গুরুতর জখম তৃণমূল নেতা গোপাল ঘোষ বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, বহুদিন ধরেই মতপার্থক্য ছিল গোপাল ঘোষ ও বর্তমান ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের মধ্যে। সোমবার গোপাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিধায়কের অনুমতি ছাড়াই এলাকার মানুষদের ভ্যাকসিন ও বিধবা ভাতা পাইয়ে দিচ্ছেন তিনি। ফলে, সরকারি অনুদানের টাকা নয়ছয় হচ্ছে।

এরপরেই প্রতিবাদ করার জন্য গোপাল ঘোষ ফেসবুক লাইভ করেন। নাম না করেই বিধায়কের বিরুদ্ধে ওই ফেসবুক লাইভে তোপ দাগেন। আক্রান্ত তৃণমূল নেতা গোপাল ঘোষের অভিযোগ, ফেসবুক লাইভ শেষ হওয়ার পরই তাঁর উপর হামলা শুরু হয়। ভাংচুর করা হয় তাঁর বাড়ি ঘর। আক্রান্ত হন তিনি। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। ইতিমধ্যেই গোপাল ঘোষ ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন- Madan Mitra: হলদিয়া যাওয়ার বার্তা দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে ৫ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি মদনের

 

RELATED ARTICLES

Most Popular