Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAmartya Sen | নোবেল জয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস দিল বিশ্বভারতী, ২৯...

Amartya Sen | নোবেল জয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস দিল বিশ্বভারতী, ২৯ মার্চ হাজিরার নির্দেশ

Follow Us :

বোলপুর: বিশ্বভারতী (Visva Bharati University) জমি বিতর্কে নয়া মোড়। নোবেলজয়ী (Nobble Winner) অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী চিঠি পাঠিয়ে আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে হাজির হতে বলা হয়েছে। সেখানেই হবে শুনানি হবে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর বোলপুরের বাড়িতে সেই নোটিস পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর মোট ১ দশমিক ৩৮ একর জমি ভোগ করছেন। এর মধ্যে আইনগতভাবে তাঁর জমির পরিমাণ ১ দশমিক ২৫ একর। বাকি জমি তাঁকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে যে, যদি অমর্ত্য সেন বা তাঁর পক্ষ থেকে কেউ শুনানিতে হাজির না হন সেক্ষেত্রে একতরফা হিসেবে ঘোষিত হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ তারপর পরবর্তী পদক্ষেপ করবে। এরপর কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানাবেন অমর্ত্য সেনের আইনজীবী। 

আরও পড়ুন:Rahul Gandhi | রাহুল গান্ধীকে নতুন করে নোটিস জারি দিল্লি পুলিশের, বিষোদগার কংগ্রেস নেতার 

বিশ্বভারতীর স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনকে ৯৯ বছরের জন্য দেওয়া হয়েছিল সম্পত্তি। পুরো সম্পত্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তথা জাতীয় সম্পত্তি এবং বিশ্বভারতী স্বত্বাধিকারী মালিক বলে উল্লেখিত। অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে পাঠানো চিঠিতে তাঁকে ১৩ ডেসিমেল জমির জবরদখলকারী বলা হয়েছে এবং জমি ফেরত দেওয়ার উপদেশ কথাও বলা হয়েছে। বোলপুরে অর্মত্য সেনের বাড়ির প্রতীচীর জমির একাংশ নিয়ে বিতর্ক। নোবেলজয়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে  ১৩ ডেসিবেল জমি ফেরত চেয়ে এর আগে একাধিকবার চিঠি দিয়েছে বিশ্বভারতী। সেই নোটিস ঘিরে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। 

এই বিষয়ে অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী জানান, অমর্ত্য সেন এখন ভারতেই নেই। তাই ওই তিনি কীভাবে পাবেন আমি ঠিক বুঝতে পারছি না। জানি না বিশ্বভারতী তাঁকে পাঠিয়েছেন কি না। তবে কাগজ পত্র হাতে না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারব না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অর্মত্য সেন বাঙালির গর্ব। বিশ্বের গর্ব। তাঁকে ইচ্ছাকৃতভাবে বারংবার অপমান করা হচ্ছে। আসলে যাঁরা বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের পথদর্শনে চলে না বলে প্রধানমন্ত্রীর পথপ্রদর্শনে চলে বলা হয় তাঁরা নিশ্চিতভাবে বিজেপির পথের পথিক। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Kunal Ghosh | 'সন্দেশখালিতে যা হয়েছে, তা দেশদ্রোহিতা' বিজেপিকে আক্রমণ কুণালের
04:53
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | কুলার থেকে বরফ, ওআরএস থেকে জেনারেটর; গরমে এলাহি ব্যবস্থা বেঙ্গল সাফারি'তে
02:16
Video thumbnail
Election 2024 | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের
08:16
Video thumbnail
Sayantika Banerjee | চৈতন্য মহাপ্রভুর মন্দিরে জুতো পায়ে মন্দিরে শঙ্খ বাজিয়ে বিতর্কে সায়ন্তিকা
03:43
Video thumbnail
Top News | সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো, তোলপাড় রাজ্য, বিজেপি-তৃণমূল তুমুল তরজা
41:21