skip to content

skip to content
HomeScrollWest Bengal Civic Polls: বুথ জ্যাম, ছাপ্পা ভোটের বিক্ষিপ্ত অভিযোগ উত্তরবঙ্গের নানা...

West Bengal Civic Polls: বুথ জ্যাম, ছাপ্পা ভোটের বিক্ষিপ্ত অভিযোগ উত্তরবঙ্গের নানা কেন্দ্রে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে পুরভোট। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির খবর থাকলেও উত্তরবঙ্গে তেমন কোনও বড় খবর মেলেনি। কোথাও মারধর করে প্রার্থীদের বের করে দেওয়া আবার কোথাও বুথ জ্যাম করার মতো বিক্ষিপ্ত ঘটনা ঘটনা  উত্তরবঙ্গে। বলা যেতে পারে বিক্ষিপ্ত অশান্তিতেই চলছে উত্তরের ভোটপর্ব।

জলপাইগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্র থেকে কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক এবং বিজেপির প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। বিরোধী প্রার্থীদের অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে বহিরাগতরা ঢুকেছে। ছাপ্পা ভোট চলছে বলেও অভিযোগ তাঁদের। যদিও তৃণমূল প্রার্থী মণীন্দ্রনাথ বর্মণের বিরোধীদের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

অন্যদিকে, শান্তিপূর্ণভাবে ভোটদানের খবর এলেও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার কালীঘাট এফ পি স্কুলে সকাল থেকে বুথ জ্যাম এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে বিরোধীদের তরফে। যদিও এ প্রসঙ্গে গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, বিরোধীরা এই বুথে প্রার্থী দিতে পারেনি। তাই তাঁরা এমন অভিযোগ করছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও খবর: West Bengal Civic Polls: সাতসকালেই বিক্ষিপ্ত অশান্তি দক্ষিণবঙ্গের পুরভোটে

আবার কোচবিহারের ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এজেন্টের পরিচয় দিয়ে বহিরাগতের তাণ্ডব। নিজেকে এজেন্ট বলে পরিচয় দিয়ে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেয় বলে অভিযোগ। পরে অবশ্য তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিস। তবে তৃণমূল প্রার্থীর দাবি, পোলিং এজেন্ট তাঁদের নয়।

আরও পড়ুন: WB Municipal Election: ভোটার কার্ড কই? জিজ্ঞেস করায় ব্যারাকপুরে কলকাতা টিভির ক্যামেরা ভেঙে ফেলার হুমকি

মালদহ ইংরেজ বাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ইভিএমে বিজেপির প্রতীকে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পাশাপাশি ১০ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী শুভজিৎ মিত্রের অভিযোগ, পরিচয়পত্র ছাড়া ভোট দিচ্ছেন অনেকে। আবার ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। ৯টা নাগাদ ফের উত্তেজনা হয় ১২ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের বিরুদ্ধে লাইনে প্রভাবিত করার অভিযোগ করে বিরোধীরা।

তুফানগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়ের অভিযোগ, নিজের বিধানসভা এলাকার মধ্যে তুফানগঞ্জ পুরসভা হলেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস শহর ব্লক সভাপতির বাড়িতে বহিরাগতরা আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Madan Mitra | ম্যাও ম্যাও করছো একটু দুধ খাও স্বমহিমায় মদন মিত্র
02:48:40
Video thumbnail
Abhishek Banerjee | তিন মাস পরে গ্যারেজ হবে ভাইপো, হুমকির সুর প্রার্থীর গলায়
02:20:40
Video thumbnail
Lok Sabha Elections 2024 | খাস কলকাতায় ছাপ্পা, কোথায় হচ্ছে? অভিযোগ কি সত্যি?
02:28:10
Video thumbnail
Lok Sabha Elections 2024 | ISF-TMC ধুন্ধুমার , ভাঙড়ের ভোটে পুলিশের লাঠিচার্জ
03:55:35
Video thumbnail
Lok Sabha Elections 2024 | ১ নম্বর বোতাম টিপুন কলকাতার ভোটে মাইকে হেঁকে প্রচার
02:18:17
Video thumbnail
Lok Sabha Elections 2024 | ইভিএমে কালো টেপ! ডায়মন্ডহারবারে কি অভিযোগ ভোটারের
01:12:31
Video thumbnail
Lok Sabha Elections 2024 | ভোটের লাইনে সত্যান্বেষী, কোন রহস্যের খোঁজ?
52:00
Video thumbnail
Maynaguri | ২০ মিনিটের ঝড়, তছনছ ময়নাগুড়ি শহরের হাল দেখুন
01:35:51
Video thumbnail
Lok Sabha Elections 2024 | ভোট দিতে গিয়ে মাথা ঘুরল তরুণীর, তারপর?
01:49:56
Video thumbnail
Lok Sabha Elections 2024 | ভোট চলছে, উদ্ধার লাখ লাখ জাল টাকা, স্তম্ভিত পুলিশ
01:09:35