Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনBoycott Trend Kareena Kapoor Pathaan: কলকাতায় এসে বলিউড ছবি 'বয়কট ট্রেন্ড' নিয়ে...

Boycott Trend Kareena Kapoor Pathaan: কলকাতায় এসে বলিউড ছবি ‘বয়কট ট্রেন্ড’ নিয়ে মুখ খুললেন করিনা

Follow Us :

মুম্বই: দেশজুড়ে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত বিতর্কিত পাঠান ছবিটি। ছবি মুক্তির আগেই তা বয়কট করার বাক দিয়েছিলেন কিছু মানুষ। বলিউডে ছবি বয়কট একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যা সাম্প্রতিক কিছু ছবিকে বিতর্কিত করে তুলেছে। ছবির গায়ে লেগেছে রাজনৈতিক রং। বিশেষত ‘পাঠান’ ছবিতে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরে ‘বেশরম রং’ গান প্রকাশের পর এই ছবি আরো বিতর্কিত হয়ে ওঠে। ছবি বয়কটের ডাক আরো জোরদার হয়।
সম্প্রতি কলকাতায় এসে বলিউডের হার্টথ্রব অভিনেত্রী করিনা কাপুর বলিউড ছবি ‘বয়কট ট্রেন্ড’ নিয়ে কথা বলেন। অভিনেত্রী ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন। ‘বয়কট ট্রেন্ড’ প্রসঙ্গে করিনা কাপুর খান বলেন,’আমি  একেবারেই এটা সমর্থন করি না। এটা যদি চলতে থাকে তাহলে আমরা সাধারণের কিভাবে মনোরঞ্জন করব! আপনাদের জীবনে কিভাবে বিনোদন হবে! মানুষের জীবনে এটা যথেষ্ট প্রয়োজনীয়। এ ব্যাপারে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যা আমরা চলচ্চিত্রের মাধ্যমে সব সময় করে এসেছি। যদি চলচ্চিত্রই না থাকে তবে কিভাবে মনোরঞ্জন থাকবে?’

আরও পড়ুন: PathaanSuccess Boxoffice: ”পাঁচ দিনে ২০০ কোটির সাফল্য পাবে,বলিউডের হাল ফেরাবে ‘পাঠান'” 

প্রসঙ্গত, আমির খান-করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবির ক্ষেত্রেও এই বয়কটের ডাক দেয়া হয়েছিল। বলিউডে ‘ছবি বয়কট’ শুরু হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতদের আকস্মিক মৃত্যুর পরে। এরপর ‘ব্রহ্মাস্ত্র’, ‘রক্ষা বন্ধন’, ‘লাল সিং চাড্ডা’ মত একাধিক ছবির ক্ষেত্রে দেখা গেছে এই বয়কট ট্রেন্ড। সব সময়ই নানান জিগির তুলে এই ছবি বয়কটের ডাক দিয়েছে এক বিশেষ শ্রেণীর মানুষ।


শাহরুখের ‘পাঠান’ দিয়েই দেশজুড়ে খুলতে চলেছে কোভিডের পর বন্ধ হওয়া অনেক সিনেমা হল। অনেকেরই আশা বলিউডের হাল বদলে দেবে এই ছবি। বক্স অফিসে অগ্রিম টিকিট বুকিং দেখে তেমনটাই আশা করছে বলিউড ছবির দর্শকরা এমনকি বিশেষজ্ঞরাও । হিন্দি পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। যশরাজ ফিল্মসের এই স্পাই থ্রিলার প্রযোজক সংস্থাকেও নতুন আলো দেখাবে বলে মনে করে সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া। ছবি নিয়ে ভারতীয় দর্শকদের প্রত্যাশা যেমন চরমে উঠেছে, তেমনি বিদেশের মাটিতেও উৎসাহ ক্রমশ বেড়ে চলেছে।

RELATED ARTICLES

Most Popular