Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনJoyland KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে আজ বিতর্কিত পাক ছবি 'জয়ল্যান্ড'

Joyland KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে আজ বিতর্কিত পাক ছবি ‘জয়ল্যান্ড’

Follow Us :

কলকাতা: পাকিস্তানের(Pakistan) মাটিতেই অস্কার দৌড়ে(Oscar Nomination) শামিল সে দেশের ছবি ‘জয়ল্যান্ড'(Joyland) নিষিদ্ধ হয়েছিল(Baned)। পরিচালক সায়েম সাদিকের(Saim Sadiq) এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে খোদ পাকিস্তানেই। প্রসঙ্গত, পাকিস্তানে ১৮ নভেম্বর ‘জয়ল্যান্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির কিছুদিন আগেই দেশের তথ্য সম্প্রচার মন্ত্রক ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করে। ছবিটির বিষয়বস্তু ‘অত্যন্ত আপত্তিকার'(The content of the film is highly objectionable) বলে পাকিস্তান সরকারের(Pakistan Authority) পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়।

আরো পড়ুন: Messi Sourav Ganguly Qatar Final: কাতারের ফাইনালে গ্যালারি থেকে মেসির জন্য গলা ফাটিয়েছেন সৌরভও

ছবিতে এক রূপান্তরকামীর(Transgender) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। যদিও সে প্রেম করো পরিণতি পায় না। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা ছিল যে পাকিস্তানের এই ছবির উপর নিষেধাজ্ঞা আরোপ হবে তা সহজেই অনুমেয়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম পাকিস্তানের কোন ছবি প্রদর্শিত হল। এমনকি ২০২৩ সালের অস্কারের মঞ্চেও আনুষ্ঠানিকভাবে পাকিস্তান পা রাখছে জয়ল্যান্ডের হাত ধরে। ২০২৩ একাডেমি আওয়ার্ডে(Academy Award) মনোনয়ন পেয়েছে পূর্ণ দৈর্ঘ্যের এই ছবি।


আজ মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অস্কারজয় দৌড়ে থাকা বিতর্কিত পাকিস্তানের এই ছবি ‘জয়ল্যান্ড’। বিকেল সাড়ে চারটে ‘নন্দন ১'(Nandan1) প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি।

RELATED ARTICLES

Most Popular