ইদ উপলক্ষে আগামী ২৯এপ্রিল বড়পর্দায় আসছে টাইগার শ্রফ ও তারা সুতারিয়া অভিনীত ছবি ‘হিরোপন্তি ২’।ট্রেলার এবং প্রথম গান প্রকাশ্যে এসেছে আগেই।এবার মুক্তি পেল ছবির নতুন গান জলওয়ানুমা।এ আর রহমানের সুরে ও অ্যারেঞ্জমেন্টে গানটি গেয়েছেন জাভেদ আলি ও পূজা তিওয়ারি।আহমেদ খান পরিচালিত এই অ্যাকশন ফিল্মে ভিলেনের ভূমিকায় নজর কাড়বেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।ছবি মুক্তি পেতে এখনও বেশ কিছুদিন বাকি।আসুন তার আগে দেখে নি ‘হিরোপন্তি ২’-এর নতুন গান জলওয়ানুমা।‘হিরোপন্তি ২’ এর সমস্ত গানেই সুর করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।এই ছবির সুবাদেই অনেকদিন পর ছবির গানে রহমানের সুর শোনার সুযোগ পাবেন সংগীত প্রেমীরা।পাশাপাশি ছবির একাধিক গানও গেয়েছেন তিনি।‘হিরোপন্তি ২’-এর প্রথম গানেই দেখা গিয়েছে রহম্যানিয়া হিরোপন্তি।ছবির নতুন গানটিও মুক্তির পরই দারুণ জনপ্রিয় হয়েছে।
Html code here! Replace this with any non empty text and that's it.