skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনকার্তিকের ‘শেহজাদা’ শুরু

কার্তিকের ‘শেহজাদা’ শুরু

Follow Us :

অল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার হিট ফিল্ম ‘আলা বৈকুন্ঠপুরমুলু’-র হিন্দি রিমেক ‘শেহজাদা’-য় যে কার্তিক আরিয়ান অভিনয় করতে চলেছেন এমনটা জানা গিয়েছিল অনেক আগেই।গত জুলাই থেকেই একের পর এক ছবির শ্যুটিং সারছেন অভিনেতা। তার মধ্যে যেমন রয়েছে ‘ভুলভুলাইয়া ২’-এর মতো হরর কমেডি,ঠিক তেমনই রয়েছে ‘ফ্রেডি’-র মতো ক্রাইম থ্রিলার।পাইপলাইনে রয়েছে আরও বেশ কিছু নতুন ছবির কাজ।ইতিমধ্যেই ‘ভুলভুলাইয়া ২’ এবং ‘ফেড্রি’-র শ্যুটিং শেষ করেছেন কার্তিক আরিয়ান।শোনা যাচ্ছে,চলতি মাসেই ‘শেহজাদা’-র শ্যুটিংও শুরু করে দেবেন কার্তিক আরিয়ান।

আরও পড়ুন –  ‘শেহজাদা’ কার্তিক আরিয়ান 

লুকাছুপির পর এই ছবিতেও কার্তিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকেই।অভিনেতার মায়ের ভূমিকায় থাকছেন মণীষা কৈরালা।ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন রোহিত ধাওয়ান।

আরও পড়ুন – কন্ঠস্বর হারালেন কার্তিক আরিয়ান

 

 

RELATED ARTICLES

Most Popular