skip to content

skip to content
HomeবিনোদনJung Chae-Yeon |Korean Model Actress | Died | দক্ষিণ কোরিয়ার নামজাদা মডেল-অভিনেত্রীর...

Jung Chae-Yeon |Korean Model Actress | Died | দক্ষিণ কোরিয়ার নামজাদা মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Follow Us :

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সারা পৃথিবীতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বলা যায় ওয়ার্ল্ড সিনেমার অন্যতম অঙ্গ এখন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র।সেখানকার চলচ্চিত্র জগতের ২৬ বছরের এক নামকরা মডেল-অভিনেত্রী ইয়াং চাই ইয়ালকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিউ ইয়র্ক পোস্ট সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে। যদিও ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। নেটফ্লিক্সে প্রচারিত এই সিরিজে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন ইয়াং চাই-ইয়াল।

দক্ষিণ কোরিয়ার এই তারকা ২০১৬ সালের রিয়েলিটি সিরিজ “ডেভিলস রানওয়ে”-তে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়ান কমেডি “জম্বি ডিটেকটিভ”-এ তার ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেছেন।তিনি আসন্ন কে-ড্রামা সিরিজ, “ওয়েডিং ইম্পসিবল” এর শুটিং শুরু করেছিলেন,যেখানে তাঁর একটি প্রধান ভূমিকা ছিল৷

আরোও পড়ুন: Hema Malini | Metro Rail | এই গরমে মেট্রো-অটোতে যাতায়াত করছেন হেমামালিনী! কি কারণে! 


এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছে অনুযায়ী ‘অভিনেত্রীর শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ হবে। তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

RELATED ARTICLES

Most Popular