skip to content

skip to content
Homeবিনোদনবিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা রানাওয়াত!

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা রানাওয়াত!

চলতি বছর ডিসেম্বর মাসে বাগদান পর্ব সারতে চলেছেন অভিনেত্রী

Follow Us :

কলকাতা: বলিউডের (Bolliwood) স্বঘোষিত সিনেসমালোচক কামাল রশিদ খান, ওরফে কেআরকে (KRK)। তবে সিনেমা (Cinema) সংক্রান্ত সমালোচনার থেকে বিতর্কিত বিষয়ের চর্চাতেই তাঁর নাম বেশি শোনা যায়। মাঝে মধ্যেই বলিউডকে টার্গেটে রেখে, টুইট করে চর্চায় থাকতে পছন্দ করেন তিনি। ফের একবার নেট দুনিয়ায় বোমা ফাটেলেন কেআরকে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে অভিনেত্রী (Actress) কঙ্গনা রানাওয়াতের (kangana Ranaut) বিয়ে নিয়ে পোস্ট করেছেন। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে নেট দুনিয়া। যেন কি না বিয়ে নিয়ে অতীতে সেভাবে কোনওদিনই মুখ খোলেননি। এবার তাঁরই নাকি বিয়ে।

ঠিক কী হয়েছে? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেআরকে জানান, “বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। তবে খুব বেশি দেরি নেই, চলতি বছর ডিসেম্বর মাসে বাগদান পর্ব সারতে চলেছেন অভিনেত্রী। পাত্র নাকি একজন ব্যবসায়ী। বাগদান পর্ব সারার কয়েক মাস পরই তিনি বিয়ে করবেন। তাঁরও দিনক্ষণ জানিয়ে দিয়েছেন কেআরকে। তাঁর কথায় ২০২৪ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। দুজনকেই আগাম অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন: সুখবর! দ্বিতীয়বার বাবা হচ্ছেন সুপারস্টার জিৎ

এদিকে, খবরটি ভাইরাল হতেই তা নিয়ে শোরগোল বলিউডে। একদিকে যেমন শুভেচ্ছার বন্যা অন্যদিকে তেমন ট্রোলের ঝড় উঠেছে নেটপাড়ায়। কেউ লিখেছেন, ‘একমাত্র সলমন খানই উপযুক্ত ব্যাচেলার।’ আবার কিউ লিখলেন ‘এ খবর ভুল।’ যদিও সত্যি কিতা সময় বলবে। তবে এই খবরটি সত্যি নাকি মিথ্যে, তা জানার কোনও উপায় নেই। যতক্ষণ পর্যন্ত কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে এসে এই খবরকে ভুল বলে দাবি করছেন।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular