skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeবিনোদনকিছু না করেই ২০-৩০ কোটি চাইছে,ক্ষুব্ধ করণ

কিছু না করেই ২০-৩০ কোটি চাইছে,ক্ষুব্ধ করণ

Follow Us :

 বিশেষত ইন্ডাস্ট্রিতে নবাগত অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। তাদের উত্তরোত্তর চাহিদা বেড়ে চলায় হতবাক বলিউডের বিশিষ্ট পরিচালক-প্রযোজক করণ জোহর।কারণ জানিয়েছেন অতিমারি পরবর্তীকালে তারকাদের মধ্যে এই পারিশ্রমিক বাড়ানোর প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। এর কারণ হিসেবে তারকার নাকি ব্যাখ্যা দেন যে করোনার জন্য নাকি আগের ছবি ভালো ব্যবসা করতে পারি নি অথবা একটাও ছবি মুক্তি পায়নি তাই এখন তাদের পারিশ্রমিক বাড়াতে হচ্ছে। এই পরিপেক্ষিতে করণের কথা হল ভালো স্টার্কাস্ট ফলে ব্যবসার খাতিরে তবুও সেটা মেনে নেওয়া যায়। কিন্তু নবাগতরা কিভাবে এত পারিশ্রমিক চাইতে পারেন?এই প্রশ্ন তুলে নবাগতদের পারিশ্রমিক বাড়ানোর সমালোচনা করেছেন ধর্মা প্রোডাকশনের কর্তা।কারণ কে সমর্থন করে আর এক পরিচালক যোয়া আখতার বলেছেন নবাগত অভিনেতা দের পাশাপাশি কলাকুশলীরাও নিজেদের পারিশ্রমিক ক্রমাগত বাড়িয়ে চলেছেন।কারন জোহরের বক্তব্য যারা এখনো ইন্ডাস্ট্রিতে সেভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেনি তারা কিভাবে ২০-৩০ কোটি টাকা পারিশ্রমিক চাইতে পারেন? করণের কথায়, অভিনেতাদের থেকে বেশি পারিশ্রমিক পাওয়া উচিত কলাকুশলীদের। কারণ তারা যথেষ্ট কষ্ট করে গোটা ছবিটা তৈরি করে দেন। ‘আমি অভিনেতাদের ১৫ কোটি টাকা দিই আর এডিটরদের ৫৫ লক্ষ করে। আমার মনে হয় এটা ঠিক নয়।’

RELATED ARTICLES

Most Popular