Monday, July 1, 2024

Homeবিনোদনপ্রচারে নামছে ‘দৃশ্যম ২’

প্রচারে নামছে ‘দৃশ্যম ২’

Follow Us :

জমজমাট প্রমোশনে নামছে টিম দৃশ্যম ২।দৃশ্যম-এর দুরন্ত সাফল্যের পর পেরিয়ে গিয়েছে সাত সাতটা বছর।অবশেষে আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে দৃশ্যম ২।গত ছবির মতো দৃশ্যম ২তেও দেখা যাবে অজয় দেবগণ,তব্বু,শ্রিয়া শারণ,ইশিতা দত্তার মতো তারকাকে।পাশাপাশি নজর কাড়বেন অভিনেতা অক্ষয় খান্নাও।মালয়লম তারকা মোহনলাল অভিনীত দৃশ্যম ২ এর কাহিনি নিয়েই এই সিক্যুয়েল ফিল্ম তৈরি করেছেন পরিচালক অভিষেক পাঠক।গত ফেব্রুয়ারিতে দৃশ্যম ২ এর শ্যুটিং শুরু করেছিলেন অজয়,তব্বু, শ্রিয়া শারণরা।বেশ কয়েকমাস শেষ হয়েছে ছবির শ্যুটিং পর্ব।ইতিমধ্যেই মিটেছে ছবির পোস্ট প্রোডাকশনও।এবার ছবির প্রচার শুরু করতে চলেছে দৃশ্যম ২-এর তারকা ও কলাকুশলীরা।ছবির বক্সঅফিস সাফল্য নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন নির্মাতারা,তাই একটু আগে ভাগেই ছবির প্রমোশনে নামছেন দৃশ্যম ২-এর নির্মাতারা।আগামী ২অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে ছবির জমকালো প্রচার যাত্রা।দৃশ্যম-এর মতো দৃশ্যম ২কেও পছন্দ করবেন দর্শক।এমনটাই দাবি পরিচালক অভিষেক পাঠকের।

RELATED ARTICLES

Most Popular