skip to content

skip to content
Homeবিনোদনফের একসঙ্গে সঞ্জয় লীলা- রণবীর?

ফের একসঙ্গে সঞ্জয় লীলা- রণবীর?

Follow Us :

সঞ্জয় লীলা বনশালির ‘সাওরিয়া’-তে বলি ডেবিউ করেছিলেন রণবীর কাপুর। তারপর অবশ্য রণবীরকে সঞ্জয় লীলা বনশালির আর কোনও ছবিতে দেখা যায়নি। শোনা যাচ্ছিল এস এল বি-র নতুন প্রোজেক্ট ‘বৈজু বাওরা’-তে কাজ করতে চলেছেন রণবীর। যদিও রণবীর ‘বৈজু বাওরা’য় কাজ করা নিয়ে বেশ সন্দিহান ছিলেন। আপাতত তাঁর হাতে বেশ কটা বিগ বাজেট ছবি আছে, রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামসেরা’ ছাড়াও লাভ রঞ্জনের আপকামিং ছবিও।
‘বৈজু বাওরা’ নিয়ে রণবীরের সমস্যার অন্যতম কারণ তাঁর হাতে ধর্মা প্রোডাকশনের আরও একটা বিগ ব্যানার ছবির অফার আছে। এমত অবস্থায় সি এল বি নাকি কেজো কার ছবিতে কাজ করবেন ? দোলাচলে ছিলেন রণবীর। তবে এবার শোনা যাচ্ছে সঞ্জয় লীলার ‘বৈজু বাওরা’-তে কাজ করার ব্যাপারে আরও একবার মনস্থির করে ফেলেছেন রণবীর। এস এল বি-এর ‘সাওয়ারিয়া’-র শ্যুটিং-এর অভিজ্ঞতা রণবীরের ভাল নয়। কাজেই এটা কথা বলতেই হয় যে, বেশ ভেবেচিন্তেয় ‘বৈজু বাওরা’য় কাজের সিদ্ধান্ত নিতে হল তাঁকে।ছবিতে রণবীর ছাড়াও থাকার কথা আলিয়া ভাট, অজয় দেবগন এবং দীপিকা পাড়ুকোনেরও।
অনেকেই ভাবছিলেন রণবীর ‘বৈজু বাওয়া’ ছেড়ে দিলে শেষ মুহূর্তে সেখানে এন্ট্রি নিতে পারেন কার্তিক আরিয়ান। তবে এই মুহূর্তে তেমন কোনও খবর নেই। যদিও সি এল বি-র অফিসে প্রায়শই যাতায়াত করছেন কার্তিক।

RELATED ARTICLES

Most Popular