Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসীমান্তে নদী থেকে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়

সীমান্তে নদী থেকে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়

Follow Us :

বসিরহাট: হাওড়ার ডুমুরজলার পর বসিরহাট মহকুমার স্বরূপনগর। ফের উদ্ধার কঙ্কাল। নদীতে ভাসছে মাথার খুলি। আতঙ্ক এলাকায়।

আরও পড়ুন: জয়েন্ট পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন-বাস, চালু কন্ট্রোল রুমও

শনিবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীতে মাথার খুলি ভাসতে দেখা যায়। নদীর পাড়ে বিভিন্ন হাড়গোড়ও পড়ে থাকতে দেখেন নদীর পাড়ের বাসিন্দারা। খবর দেওয়া স্বরূপনগর থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করছে। সীমান্ত লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটায় ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গিয়েছেন। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস শুরু

কোথা থেকে কঙ্কাল আসলো? কিভাবে আসলো? কঙ্কালটি মহিলা না পুরুষের? তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। শুক্রবারই ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ঝোপ থেকে উদ্ধার হয় মাথার খুলি ও হাড়গোড়। হাওড়া পুরসভার কর্মীরা রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করার সময় ঝোপের মধ্যে মানুষের খুলি দেখতে পান। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে সেসব। এরপর শনিবার আবার উদ্ধার হল কঙ্কাল।

RELATED ARTICLES

Most Popular