skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনহ্যাপি বার্থডে ভাইজান

হ্যাপি বার্থডে ভাইজান

Follow Us :

সোমবার ৫৬তম জন্মদিনে বিন্দাস মুডে পাপারাৎজিদের সামনে ধরা দিলেন সলমন খান।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন জানালেন একদম সুস্থ রয়েছেন তিনি।জন্মদিনের আগেই যথেষ্ঠ বিড়ম্বনায় পড়েছিলেন তিনি।প্রতিবছরের মতো এইবছরও পানভেলের বাগানবাড়িতেই জন্মদিনের উদযাপন করেছেন ভাইজান।তাই কয়েকদিন আগেই পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ফার্মহাউসে পৌছে গিয়েছিলেন তিনি।শনিবার রাতে ঘরের মধ্যেই একটি সাপের কামড় খান জাসুস টাইগার।একবার নয়,তিন তিনবার সলমনকে সাপটি কামড়ায় তাঁকে।ততক্ষনাৎ অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে।দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই এই ঘটনায় সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন।হাসপাতালে ডাক্তাররা সলমনকে অ্যান্টি ভেনাম ইঞ্জেকশন দেন।দীর্ঘক্ষণ পর্যবেক্ষনেও রাখা হয় তাঁকে।চিকিৎসকরা সলমনকে জানান যে সাপটি বিষধর ছিল না।এরপরই পানভেলের বাড়িতে ফিরে আসেন সলমন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই গল্পই শুনিয়েছেন সলমন খান।

পাশাপাশি তিনি জানিয়েছেন নতুন বছরের শুরুর কিছুদিন ফার্ম হাউসেই থাকবেন তিনি।তারপরই শুরু করে দেবেন টাইগার ৩র পরবর্তী শ্যুটিং পর্ব।কিছুদিন আগেই জল্পনা শোনা গিয়েছিল এস এস রাজামৌলির ছবিতে নাকি অভিনয় করবেন সলমন খান।তবে সেই গুঞ্জন উড়িয়ে সলমন খান জানালেন রাজামৌলির ছবিতে এখনই কাজ করবেন না তিনি,তবে ভবিষ্যতে বাহুবলীর পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তার।

তবে রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে যে কাজ করছেন তিনি তা নিশ্চিত করেছেন সলমন।বজরঙ্গী ভাইজানের সিক্যুয়েলের চিত্রনাট্যও কেভিই লিখছেন।ছবির সিক্যুয়েলের নাম পবনপুত্র ভাইজান।বেশ কয়েকটি ছবির শ্যুটিং শেষ করেই এই ছবির শ্যুটিং করবেন তিনি।নতুন বছরে আরও অনেক ছবির শ্যুটিং ফ্লোর অপেক্ষা করছে সলমনের জন্য।তবে আপাতত সেইসব নিয়ে ভাবছেন না সলমন খান।নিজের জন্মদিন আর নতুন বছরের শুরুওয়াত দুটোই চুটিয়ে উপভোগ করতে চান তিনি।

RELATED ARTICLES

Most Popular