skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeবিনোদনবিতর্কিত 'মিস ইউক্রেন' এখন আমেরিকায় আশ্রয় নিয়েছেন

বিতর্কিত ‘মিস ইউক্রেন’ এখন আমেরিকায় আশ্রয় নিয়েছেন

Follow Us :

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন আক্রমণ করার পর থেকে লাখে লাখে ইউক্রেনবাসী দেশ ছেড়ে পালিয়েছেন। ওইদিনই অন্যান্যদের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বিতর্কিত প্রাক্তন ‘মিস ইউক্রেন ২০১৮’ বিজয়ী ভেরোণিকা দিদুসেনকো। সঙ্গী ছিল তাঁর সাত বছরের ছেলে।২০১৮ সালে মিউজিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ভেরোণিকা। কিন্তু আয়োজকরা জানতে পারেন তিনি বিবাহিত। তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার একটি পুত্র সন্তানও আছে। পরে তো আর বিজয় মুকুট কেটে নেওয়া হয়।প্রাক্তন মিস ইউক্রেন ২০১৮, ভেরোনিকা দিদুসেনকো শিরোপা জয়ের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে যখন কর্মকর্তারা জানতে পেরেছেন যে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং একজন মা! প্রতিযোগিতার আয়োজক কমিটি একটি বিবৃতি প্রকাশ করে দাবি করেছে যে 23 বছর বয়সী দিদুসেঙ্কো প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করেছেন। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রয়েছেন। সম্প্রতি সেখানে এক সাংবাদিক সম্মেলনে তিনি ইউক্রেন ছাড়ার অভিজ্ঞতা শুনিয়েছেন। তিনি বলেন,’রুশ অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভ সাইরেনের শব্দে ভরে ওঠে। আমাদের মত হাজার হাজার পরিবার তখন শহর ছেড়ে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল।’

পশ্চিম ইউক্রেনের বর্ডার দিয়ে কিভাবে ভেরোণিকা তার পুত্র সন্তানকে নিয়ে দেশ ছেড়েছিলেন সেই অভিজ্ঞতার কথা। সীমান্ত পর্যন্ত অত্যন্ত ধীরগতিতে গাড়ি চালাতে হয়েছিল। কারণ হাজার হাজার গাড়ি যখন রাস্তায় নেমে জ্যামজট তৈরি করেছিল। সকলেই তখন প্রাণের ভয় পালানোর চেষ্টা করছে। ভেরোণিকা বলেন,’মাথার ওপর দিয়ে তখন সারি সারি রুশ বিমান বোমাবর্ষণ করছে। এই প্রথম আমি যুদ্ধবিমান দেখলাম।’ মা ছেলে যখন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন এমন কোন জায়গা নেই যেখানে সাইরেন বাজছিলনা। ভেরোনিকার কাছে ‘এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। বহু মা-বাবা তাদের শিশু সন্তানকে নিয়ে তখন সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এ অভিজ্ঞতার কথা বলে বোঝানো যায় না’। ভেরণিকা মা ও দাদা-দাদি এখনো ইউক্রেনের কিয়েভে রয়েছেন। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,’মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে না খেয়ে মারা যাচ্ছে; সেখানে না আছে জল,না আছে আলো,না আছে কোন হিটারের ব্যবস্থা। এক অদ্ভুত ট্রাজেডি। সন্ত্রাসবাদ’।

RELATED ARTICLES

Most Popular