skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনবড়দিনে ‘গণপথ’

বড়দিনে ‘গণপথ’

Follow Us :

২০২২-এর ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফ- কৃতি শ্যাননের ছবি ‘গণপথ’। সদ্যই ছবির নতুন টিজার শেয়ার করে ঘোষণার দিন জানিয়েছেন নির্মাতারা।
‘গণপথ’-এর যে পোস্টার সামনে এসেছিল তাতে বোঝাই গেছে টাইগার- কৃতির এই ছবি রীতিমতো চ্যালেঞ্জিং হতে চলেছে। আর তারপর টিজার দেখে দশর্কের কৌতূহল যে আরও খানিকটা বেড়ে গেল তা তো বলাই বাহুল্য।

আরও পড়ুন : কঙ্গনার ‘তেজস’

‘গণপথ’ সম্পর্কে টাইগার বলছেন, এটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা প্রোজেক্ট তো বটেই, চ্যালেঞ্জিং-ও। এমন একটা ছবিতে কাজ করতে পেরে তিনি রীতিমতো উত্তেজিত। এমনিতে বলিউডে অ্যাকশন জোনারের ছবিতে এর মধ্যেই নিজের জাত চিনিয়েছেন টাইগার। এই ছবিতেও একেবারে গায়ের ঘাম ঝরিয়ে অ্যাকশন করতে হয়েছে তাঁকে। এটাই টাইগারের কাছে বিরাট চ্যালেঞ্জিং ছিল। তাঁর দাবি ‘গণপথ’- এ যে ধরণের অ্যাকশন দেখা যাবে তা এর আগে দর্শক দেখেননি।


‘গণপথ’-এর পরিচালক বিকাশ বহেল। মহামারীর কালেই ছবির শ্যুটিং চালিয়েছেন তিনি। যে ভাবে যত্ন নিয়ে ছবির শ্যুটিং করেছেন বিকাশ তাতে তাঁর প্রতি কৃতজ্ঞ টাইগারের বাবা জ্যাকি শ্রফ। অনেক কলাকুশলী নিয়ে অ্যাকশন প্যাক্ট ছবির শ্যুটিং চালানো সহজ ছিল না, তবে শেষমেশ সবটাই সামলে নিয়েছেন বিকাশ। বিশেষ করে ‘গণপথ’-এ নিজের চরিত্রের জন্য টাইগার অভিনয়ের প্রতি যে মনোযোগ, ভালবাসা, নিয়মানুবর্তিতা দেখিয়েছেন তাতে মুগ্ধ জ্যাকি শ্রফ।
জ্যাকির জন্মমাসেই আসতে চলেছে ছেলের দুর্দান্ত অ্যাকশন প্যাক্ট ‘গণপথ’। ‘গণপথ’-এর রিলিজ আসলে জ্যাকির জন্মদিনের কেকের ওপরের চেরি-র মতোই, এমনটাই বলছেন জ্যাকি শ্রফ!

আরও পড়ুন :  সারোগেট মা কৃতি

 

RELATED ARTICLES

Most Popular