skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeবিনোদনSrilekha Mitra Sound Crackers: শব্দবাজি নিয়ে কড়া হুশিয়ারি শ্রীলেখার

Srilekha Mitra Sound Crackers: শব্দবাজি নিয়ে কড়া হুশিয়ারি শ্রীলেখার

Follow Us :

দীপাবলিতে শব্দবাজি ফাটানো নিয়ে করা হুঁশিয়ারি দিলেন টলিউড এর বিতর্কিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র(Srilekha Mitra)। কালীপুজো(Kali Pujo) কিংবা দীপাবলিতে(Diwali) মোমবাতি,প্রদীপ,রংবেরঙের টুনি লাইট দিয়ে আলোর উৎসবে মেতে ওঠে সকলে।ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, ‘বয়স্ক মানুষ এবং কুকুর-বেড়ালদের কথা ভেবে একটু না হয় উৎসবের রাজ্যে কম উৎসব হোক।’গতবারের মতো এবারও যদি অভিনেত্রী শুনতে পান যে কুকুরের ল্যাজে বাজি ফাটানো হচ্ছে তাহলে তিনি তাদের ‘সাবধান’ করে দিতে চাইছেন। 

নিজেদের পাশবিক আনন্দের জন্য অনেক নিরীহ কুকুর-বেড়ালদের গায়ে বাজি ফাটানোটা যে অমানবিক তা শ্রীলেখা ভালো করে আর একবার স্মরণ করিয়ে দিয়েছেন। শ্রীলেখার ভক্তরা জানেন যে তিনি এইসব পোষ্যদের সন্তানসম মনে করেন। এই অবলা প্রাণীদের নিয়ে শ্রীলেখার পোস্ট দেখে তাঁর ভক্তরা প্রশংসা করেছেন।
প্রসঙ্গত,কালীপুজো ও দীপাবলি আলোর উৎসব। এই উৎসবে যাতে কোনো রকম আকৃতি কর ঘটনা কিংবা অপরাধ না ঘটে সেজন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে থাকে নিরাপত্তা কর্মীরা। জানা গেছে গত দুদিন ধরে প্রায় সাড়ে সাত হাজার কিলো নিষিদ্ধ বাজি, বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।

RELATED ARTICLES

Most Popular