skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeবিনোদনTollywood Shooting in Summer | তীব্র দাবদাহে সিরিয়ালপাড়ায় একগুচ্ছ নতুন নিয়ম জারি...

Tollywood Shooting in Summer | তীব্র দাবদাহে সিরিয়ালপাড়ায় একগুচ্ছ নতুন নিয়ম জারি ফেডারেশনের

Follow Us :

বিগত কয়েকদিন ধরে কলকতার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে।  কখনও ৪১ আবার কখনো ৪২। গরমের জেরে এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটি। সূর্যের টেপে হাঁসফাঁস করছে রাজ্যবাসি। এই তাপপ্রবাহের কথা মাথায় রেখেই টলি পাড়ার অভিনেতা অভিনেত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।

বাংলা ধারাবাহিক গুলির শুটিং প্রায় সারামাস ধরেই চলতে থাকে। শুধুমাত্র মাসের দ্বিতীয় রবিবার ছাড়া। তার পাশাপাশি একটানা ১৪ ঘণ্টা শুটিং চলে বাংলা সিরিয়াল গুলির। আর এই সময় আউট ডোর শুটিং থাকে তাহলে তো কথাই নেই। তাই সিরিয়ালের কলাকুশলীদের কথা ভেবে এবার নতুন নিয়ম বিধি জারি করলেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস।

আরও পড়ুন: Mamata Banerjee Live | জাতীয় তকমা হারানোর পর শাহকে ৪ বার ফোন করেছি, প্রমাণ করতে পারলে পদত্যাগ করব: মমতা

তিনি জানান, এখনই তিনি প্রযোজক গিল্ড (ডব্লুএটিপি) এবং ইম্পাকে (ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন) মেল করেছেন। বলেছেন শুটিং যাতে এখন বন্ধ থাকে তার চেষ্টা ছালিয়ে যাচ্ছে। শুটিংয়ের সময়েরও বদল আনা নিয়ে তিনি সতর্ক। দুপুরের সময়টুকু যাতে শুটিং বন্ধ থাকে, তেমনই প্রস্তাব রাখা হয়েছে তাঁর তরফ থেকে। মনে করা হচ্ছে শুটিংয়ের নিয়মেও কিছু বদল আনা হতে পারে।

RELATED ARTICLES

Most Popular