skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeআন্তর্জাতিকEarthquake: উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় ভূকম্পনে বিপর্যস্ত জনজীবন, মৃত ২

Earthquake: উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় ভূকম্পনে বিপর্যস্ত জনজীবন, মৃত ২

Follow Us :

ক্যালিফোর্নিয়া: উত্তর ক্যালিফোর্নিয়ার (northern California) ইউরেকা (Eureka) এলাকায় ভূমিকম্প৷  সোমবার মধ্যরাতের ঘটনা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের (US) জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৪৷ 

জানা গিয়েছে, ভূমিকম্পে (earthquake) দুজনের মৃত্যু হয়েছে৷ এছাড়া জখম হয়েছেন ১১জন৷ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সক্রিয়৷ 

আরও পড়ুন: Weather Forecast: আজ শীতের আমেজ থাকলেও শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা, বড়দিনে আবহাওয়া কেমন হতে চলেছে?  

ভূকম্পনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার রাস্তাঘাট (roads)৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘরদোরও৷ প্রশাসন স্থানীয় বাসিন্দাদের আফটার শকের জন্যে সতর্ক থাকতে জানিয়েছে৷ তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন৷

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ২০ ডিসেম্বর এই এলাকায় ভূকম্পন (earthquake) হয়েছে৷ সেইসময়ে ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২৷ তাতে এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল৷

নতুন করে ভূকম্পনের (earthquake) পরে এখনও এলাকার জনজীবন স্বাভাবিক নয়। এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। প্রশাসন জানিয়েছে, জনজীবন স্বাভাবিক করতে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular