skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeআন্তর্জাতিকBTS Jimin: করোনা আক্রান্ত কে-পপ শিল্পী পার্ক জিমিন

BTS Jimin: করোনা আক্রান্ত কে-পপ শিল্পী পার্ক জিমিন

Follow Us :

সিওল: করোনা আক্রান্ত পার্ক জিমিন (Park Jimin)। বিখ্যাত কোরিয়ান পপ (K-Pop)ব্যান্ড বিটিএস(BTS)-এর সদস্য জিমিন অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন। সেখানে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন এই পপস্টার। সোমবারে বিষয়টি প্রকাশ্যে আনে বিটিএস-এর ম্যানেজমেন্ট এজেন্সি বিগহিট (Bighit)।

বিগহিট আরও জানিয়েছে যে, গত বেশ কিছু দিন ধরেই পেটে ব্যাথা হচ্ছিল পার্ক জিমিনের। তার সঙ্গে গলা ব্যাথা নিয়েও ভুগছিলেন তিনি। যে কারণে রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সোমবার তাঁর অ্যাপেন্ডিক্সের সফল অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছে বিগহিট। অস্ত্রোপচারের পর আপাতত কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন জিমিন।

গত বছরের ডিসেম্বর মাসে বিটিএস-এর তিন সদস্য, আরএম (RM), সুগা (Suga) এবং জীন (Jin) কোভিডে আক্রান্ত হন। করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। যার জেরে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। তবে জানুয়ারিতে সেখানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত রবিবার দক্ষিণ কোরিয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭,৫৩২।

RELATED ARTICLES

Most Popular