skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeCurrent NewsBurkina Faso: জঙ্গি হামলায় ৪১ মিলিশিয়ার মৃত্যু, বুরকিনায় ২ দিনের শোক ঘোষণা

Burkina Faso: জঙ্গি হামলায় ৪১ মিলিশিয়ার মৃত্যু, বুরকিনায় ২ দিনের শোক ঘোষণা

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জঙ্গি হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে৷ সরকার জানিয়েছে, ওই সন্দেহভাজন হামলায় মিলিশিয়া বাহিনীর ৪১ সদস্য নিহত হয়েছে৷ এ কারণে সরকার দেশজুড়ে দুইদিনের শোক ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার বুরকিনা ফাসোর লোরৌম প্রদেশে এলাকায় হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার (ভিডিপি)বাহিনীর সদস্যরা আচমকা হামলার মুখে পড়ে৷ হামলা বহুজন গুরুতর জখম হন৷ পরে অনেকের মৃত্যু হয়েছে৷  

সরকারের মুখপাত্র আলকাসুম মাইগা বলেন, ‘বেদনাদায়ক পরিস্থিতিতে মাতৃভূমির প্রতিরক্ষায় ভিডিপি এবং বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতে বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি দু’দিনের শোক ঘোষণা করেন৷ আজ রবিবার থেকে এই শোক দিবস শুরু হয়েছে৷ ৪৮ ঘণ্টা পর্যন্ত শোক চলবে৷’

জঙ্গিদমনে বুরকিনা ফাসোর সরকারই ভিডিপিকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাহিনীটি গঠিত হওয়ার পর বৃহস্পতিবারের আগ পর্যন্ত কখনোই একদিনে তাদের এত সদস্যের মৃত্যু হয়নি। মাসখানেক আগে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর এক চৌকিতে হামলার ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিল।

অভিযোগ, আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত জঙ্গিরা এই অঞ্চলের ধারাবাহিক হামলা চালাচ্ছে৷ তবে, বৃহস্পতিবারের হামলায় সেনাবাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ জঙ্গিদের বিক্ষিপ্ত হামলায় ইতিমধ্যে বুরকিনা ফাসো, নাইজার এবং মালিতে সৈন্যদের মৃত্যু হয়েছে।বুরকিনা সেনাবাহিনী জানিয়েছে, চলতি মাসের শুরুতে বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সেনার যৌথ অভিযানে প্রায় ১০০ জঙ্গি নিহত হয়েছে৷ একই সঙ্গে বন্দুক, উন্নত বিস্ফোরক ডিভাইস এবং হাজার হাজার মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular