skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeআন্তর্জাতিকCovid Vaccine: করোনায় মৃত্যু ঠেকাতে ৯৮ শতাংশ কার্যকর স্পুটনিক ভি

Covid Vaccine: করোনায় মৃত্যু ঠেকাতে ৯৮ শতাংশ কার্যকর স্পুটনিক ভি

Follow Us :

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবথেকে বেশি কার্যকরী রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি (covid vaccine)। সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু (WHO)-র ছাড়পত্র পাওয়া পাঁচটি ভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে তুলনামূলক এই সমীক্ষা চালানো হয় (Covid News)। তাতে রাশিয়ান করোনা ভ্যাকসিনের সাফল্য কিন্তু রীতিমতো ঈর্ষণীয়।

ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে এখনও পর্যন্ত পাঁচটি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে হু (Corona Update)। স্পুটনিক ভি ছাড়াও ছাড়পত্রের তালিকায় রয়েছে বায়ো এন টেকের পিফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্ম। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই ভ্যাকসিনগুলির কার্যকারিতা ভিন্ন।

হাঙ্গেরিতে ৩৭ লক্ষ মানুষের উপর এই সমীক্ষাটি চালিয়েছে HUN-VE। উল্লিখিত পাঁচটি করোনা ভ্যাকসিনের মধ্যে কোনটি কতটা কার্যকর, সেই তথ্য এই সমীক্ষা রিপোর্ট থেকেই সামনে এসেছে। রিপোর্টে দাবি করা হয়, পাঁচটি ভ্যাকসিনের মধ্যে সবথেকে কার্যকরী স্পুটনিক ভি। শুধু তাই নয়, শতাংশ হারও দেওয়া হয়েছে।   

সমীক্ষায় দেখা যায়, করোনাভাইরাসের মৃত্যু প্রতিরোধের ক্ষেত্রে স্পুটনিক ভি ৯৮ শতাংশ কার্যকর। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ৮৬ শতাংশ কার্যকরী। চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত এই সমীক্ষাটি চালানো হয়েছে। দু’টি টিকার ডোজ নিয়ে ফেলেছেন, এমন লোকজনকেই এই গবেষণার আওতায় আনা হয়েছিল।

আরও পড়ুন: Corona: করোনার নতুন ভ্যারিয়েন্ট, রাজ্যগুলিকে কঠোর নজরদারির নির্দেশ কেন্দ্রের

সমীক্ষায় আরও দাবি করা হয়, ১৬-৪৪ বছর বয়সিদের মধ্যে স্পুটনিক ভি-এর কার্যকরিতার হার ১০০ শতাংশ।

ভারতে দুটো ভ্যাকসিন ডোজ নেওয়ার পরেও দেখা গিয়েছে, লোকজন সংক্রামিত হচ্ছেন। কোভ্যাক্সিন না কোভিশিল্ড কোনটি বেশি কার্যকরী, তা নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত। ভারতেও স্পুটনিক ভি অনেকেই নিয়েছেন। কিন্তু তার হার অনেকই কম। এই রিপোর্ট সামনে আসার পর কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের কার্যকরিতাও নতুন করে প্রশ্নের মুখে। যদিও এই দু’টি ভ্যাকসিন নিয়ে এমন বড় আকারে কোনও সমীক্ষা রিপোর্ট এখনও সামনে আসেনি।  

RELATED ARTICLES

Most Popular