skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent Newsকাবুল বিস্ফোরণ: সন্ত্রাসের বিরদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিরোধের আহ্বান ভারতের

কাবুল বিস্ফোরণ: সন্ত্রাসের বিরদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিরোধের আহ্বান ভারতের

Follow Us :

নয়াদিল্লি: কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত-জখমদের প্রতি আন্তরিক সমবেদনা জানাল ভারত সরকার। বৃহস্পতিবার বিবৃতি জারি করে, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও তাঁদের আশ্রয় দাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী প্রতিরোধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

অফিশিয়াল বিবৃতিতে ভারত সরকার বলেছে, “কাবুলে আজ বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আমরা এই সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনাও আহতদের জন্য। আজকের হামলা বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে এবং যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর প্রয়োজনকে শক্তিশালী করে।”

পেন্টাগনের কাছে হামলার খবর আগেই ছিল৷ হলও ঠিক তাই৷ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর৷ যে বিমানবন্দরের বাইরে দেশ ছাড়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ৷ এমন ‘জনবহুল’ স্থানে বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ বিবিসি জানিয়েছে, অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে৷ একই দাবি আফগানিস্তানের এক সংবাদ সংস্থার৷ এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থা জানিয়েছে, অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে আফগান নাগরিক নন এমন ব্যক্তিও রয়েছে৷ মৃত্যুর খবর স্বীকার করেছে পেন্টাগন৷ জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে৷

আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর শুধুই কান্না আর আতঙ্কের ছবি

বৃহস্পতিবার বিকালে কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে আত্মঘাতী হামলা হয়৷ ওই গেটের কাছেই রয়েছে মার্কিন মারিন এবং ব্রিটিশ বাহিনীর ক্যাম্প৷ সেই ক্যাম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা স্পষ্ট নয়৷ ব্রিটেনের তরফ জানানো হয়েছে, তাদের বাহিনীর কেউ হতাহত হয়নি৷ আমেরিকা অবশ্য কিছু জানায়নি৷ তবে পেন্টাগনের সাংবাদিক সচিব কয়েকজন মার্কিন সেনার আহত হওয়ার ইঙ্গিত দিয়েছেন৷ সূত্রের খবর, অন্তত ৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন৷

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী অপসারণের দাবিতে বৈঠকে অনুপস্থিত তিন মন্ত্রী, ৫০ বিধায়ক নিয়ে শক্তি প্রদর্শন অমরিন্দর সিংহের

শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন দু’টি বিস্ফোরণ হয়৷ একটি অ্যাবে গেটের বাইরে৷ দ্বিতীয়টি ব্যারন হোটেলের কাছে৷ এই কাবুল বিমানবন্দরের কাছে এই ব্যারন হোটেলে থাকছেন বিদেশি সেনা ও সাংবাদিকরা৷ ব্যারন হোটেলের বাইরে ব্যারন ক্যাম্প করা হয়েছিল৷ সেই ক্যাম্পে বিস্ফোরণ ঘটানো হয়৷ অপরদিকে আফগানিস্তান ছাড়ার জন্য যাঁরা অ্যাবে গেটের সামনে জড়ো হয়েছিলেন ঠিক সেই সময়ই আত্মঘাতী হামলাটি হয়৷

ভারতীয় সময় রাত সাড়ে আটটার খবর, কাবুলের আপদকালীন হাসপাতাল সূত্রে খবর, কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন এবং ৬ জন মারা গিয়েছেন৷ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে৷ হামলা প্রসঙ্গে তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, জোড়া বিস্ফোরণে ৫২ জন আহত হয়েছেন৷ তবে কতজন মারা গিয়েছেন তা জানাতে চাননি৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
00:00
Video thumbnail
আজকে (Aajke) | পিটিয়ে মারা থেকে চোপড়া, আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক
00:00
Video thumbnail
Rahul Gandhi | মোদিকে চিঠি রাহুলের, কী চাইছেন দেখুন
00:00
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19